রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অভিষেকের অপেক্ষায় সকাল রাজ

বিনোদন রিপোর্ট
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
অভিষেকের অপেক্ষায় সকাল রাজ

বর্তমান প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী সকাল রাজ। মডেলিংয়ের মাধ্যমে তিনি শোবিজে যাত্রা করেছেন। প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন রাজ। সিনেমার নাম 'আতরবিবিলেন'। সম্প্রতি সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু।

প্রথম সিনেমা নিয়ে অনুভূতি জানিয়ে সকাল রাজ বলেন, 'এত তাড়াতাড়ি সিনেমায় অভিনয় করব কখনো চিন্তাও করিনি। ভেবেছিলাম আরও কিছু সময় নিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেই সিনেমায় আসব। কিন্তু 'আতরবিবিলেন' সিনেমার গল্পটা আমাকে এতটাই টেনেছে যে, গল্পটা শুনেই আর লোভ সামলাতে পারিনি। এই সিনেমায় যদি অভিনয় না করতাম হয়তোবা আমার জীবনের একটা অপ্রাপ্তি থেকে যেত।'

সকাল রাজ আরও বলেন, 'সিনেমার চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি বাকিটা আমার দর্শকরা সিনেমা হলে দেখে বলতে পারবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে