মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পেস্নব্যাকে বিরতি ভাঙলেন মিলার

বিনোদন রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
পেস্নব্যাকে বিরতি ভাঙলেন মিলার
পেস্নব্যাকে বিরতি ভাঙলেন মিলার

দীর্ঘদিন নিজেকে আড়াল করে রেখেছিলেন কণ্ঠশিল্পী মিলা। অবশেষে নন্দিত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের আহ্বানে ফিরলেন গানের ভুবনে। বিরতি ভাঙলেন পেস্নব্যাকের মধ্য দিয়ে। 'ইনসাফ' নামের নতুন একটি সিনেমার জন্য গাইলেন ভিন্নধাঁচের একটি গান। 'প্রেম পুকুরে বরশি ফেলে আনবোরে ধরে'- এমন কথায় সাজানো মিলার নতুন গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

পেস্নব্যাকের মধ্য দিয়ে মিলার নতুন যাত্রা শুরু নিয়ে সুরকার ইমন বলেন, 'অনবদ্য গায়কীর মধ্য দিয়ে যে শিল্পী অগণিত শ্রোতা হৃদয় জয় করেছেন, তার আড়ালে চলে যাওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। পাশ্চাত্য সঙ্গীতের মিশেলে এখন যে আধুনিক গান তৈরি হচ্ছে, তা মিলার মতো শিল্পীর কণ্ঠে বেশি মানানসই। তার প্রমাণ অনেকে আগেই পেয়েছেন সঙ্গীতপ্রেমীরা। আমার সুরেও মিলা চারটি গান গেয়েছেন, সেগুলো শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। সেসব ভেবেই আবার মিলাকে পেস্নব্যাকে ফিরিয়ে আনা। আশা করছি, তার গাওয়া 'ইনসাফ' সিনেমার এন্ড টাইটেল গানটি অনেকের ভালো লাগবে।'

এ ব্যাপারে মিলার বলেন, 'শওকত আলী ইমন কত বড় মাপের সুরকার তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। তার সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা লুফে নিয়েছি। তাই এবারও যখন পেস্নব্যাকের জন্য প্রস্তাব এলো, তখন এ নিয়ে দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়েই 'ইনসাফ' সিনেমার পেস্নব্যাক করেছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, 'প্রেম পুকুরে' তেমনই একটি ভিন্নধাঁচের আয়োজন। গানটি অনেকের প্রত্যাশা অনেকটা পূরণ করবে বলেই আমার বিশ্বাস।' এদিকে পেস্নব্যাকের পাশাপাশি একক গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পারছেন মিলা। অন্যদিকে শওকত আলী ইমনও ব্যস্ত নানা ধরনের সঙ্গীতায়োজনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে