শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গীতিকবি মুনসুর সানীর ব্যস্ততা

বিনোদন রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
গীতিকবি মুনসুর সানীর ব্যস্ততা
গীতিকবি মুনসুর সানীর ব্যস্ততা

বর্তমান সময়ের আলোচিত গীতিকবি মুনসুর সানী। ফোক এবং আধুনিক ঘরানার গানের উদীয়মান গীতিকার তিনি। মুনসুর সানী গীতিকার হিসেবে শুভ যাত্রা ঘটে বাংলাদেশের ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লার গাওয়া 'পিরীত হইলো মনের ক্যানসার' শিরোনামের গানটির মাধ্যমে। গানটি ইউটিউবে মুক্তির পর অল্পসময়ে বেশ জনপ্রিয়তা লাভ করে। ফেসবুক এবং টিকটকে গানটি সবার দৃষ্টি আকর্ষণ করে। এই গানের পর থেকেই গীতিকার হিসেবে তার চলার পথ মসৃণ হয়ে উঠে। সম্প্রতি গীতিকবি হিসেবে বাবিসাস অ্যাওয়াড লাভ করেন তিনি।

মুনসুর সানী রচিত উলস্নখযোগ্য গান হলো- 'মনটা যদি থাকতো দেহের বাহিরে', 'ছাইড়া গিয়া আঘাত করলি কলিজার ভিতরে', 'আমি এক বেহায়া পাখি', 'ভাইঙ্গা মনটা করলে গুঁড়াগুঁড়া', 'তুমি কেন আমার না', 'আকাশে অনেক তারারে', 'তুমি আমায় যাইওনা ভুলে', 'অতীতের দিন গেছে ভালো' ইত্যাদি।

মুনসুর সানী বলেন, এবার ঈদ উপলক্ষে ইমাদ খান ভাইয়ের পৃষ্ঠপোষকতায় আমার কথা ও সুরে ৬৫টি গান প্রকাশ করবে প্রোযোজনা প্রতিষ্ঠান 'আই কে' মিউজিক স্টেশন। এতে বর্তমানে প্রজন্মের জনপ্রিয় অনেক শিল্পীরা গান গাইবেন। এই গানগুলো লেখা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে। তবে, গানগুলো নিয়ে আমি বেশ আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে