ঢাকাই সিনেমায় বর্তমানে উদীয়মান লাস্যময়ী নায়িকা হিসেবে যারা সবার নজর কেড়েছেন তাদের অন্যতম পুজা চেরী। ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত হলেও চলচ্চিত্রে তার ক্যারিয়ার বেশি দিনের নয়। কিন্তু এই স্বল্প সময়েই বেশকিছু সিনেমার মাধ্যমে আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম হয়ে ওঠেছেন এই অভিনেত্রী। খুব দ্রম্নততম সময়ের মধ্যেই ঢালিউডের তারকা নায়িকা বনে গেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প কয়েক বছরের মধ্যে সেই শিশু চরিত্র ছেড়ে নায়িকা হয়ে বেরিয়ে আসেন পুজা। এ দেশে অনেকেই আছেন যারা একসময়ে শিশুশিল্পী হিসেবে সবার ভালোবাসা পেলেও বড় হয়ে নায়ক বা নায়িকা চরিত্রে সেই ভালোবাসা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ তারা আর নিজেদের ক্যারিয়ার আর প্রলম্বিত করতে পারেননি। কিন্তু পুজা চেরী তাদের ব্যতিক্রম। তিনি শিশুশিল্পী হিসেবে যেমন সবার ভালোবাসা পেয়েছিলেন তেমনি নায়িকা হিসেবেও সবার ভালোবাসা পাচ্ছেন।
বর্তমানে 'টগর' নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন পুজা চেরি। এটি পরিচালনা করছেন অলোক হাসান। বন্দরনগরী চট্টগ্রামে পুরোদমে চলছে এর দৃশ্যধারণের কাজ। জানা গেছে, সব ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা। সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পুজাও নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করে যাচ্ছেন।
এবারের ঈদে দর্শকদের বাড়তি নজর থাকবে পুজার দিকে। কারণ চলতি বছরের শুরুতেই যখন সিনেমাটির ঘোষণা দেওয়া হয়, তখন এর নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায়, পরে নায়িকা বদল করে নেওয়া হয় পুজাকে। তাই দীঘির জায়গায় পুজা কেমন কাজ করেছেন, এটা দেখতেই দর্শকের বাড়তি নজর থাকবে বলে নির্মাতার বিশ্বাস।
এদিকে সম্প্রতি শুটিং লোকেশন থেকেই একটি ছবি শেয়ার করেন পুজা। যেখানে তার সঙ্গে সিনেমার নায়ক আদর আজাদকেও দেখা গেছে। পোস্টে অভিনেত্রী লেখেন, 'কি মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর? অবশ্যই আমি তোর'। ধারণা করা হচ্ছে এটি সিনেমারই একটি সংলাপ।
এছাড়া সিনেমা প্রসঙ্গে পুজা বলেন, 'অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে 'টগর' আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট। এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দেখানো হচ্ছে, যা দর্শকদের কাছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে
আসবে।'