শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পাঁচ প্রজন্মের অভিনয় শিল্পীদের নিয়ে নাটক 'তোমাদের গল্প'

বিনোদন রিপোর্ট
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
পাঁচ প্রজন্মের অভিনয় শিল্পীদের নিয়ে নাটক 'তোমাদের গল্প'
পাঁচ প্রজন্মের অভিনয় শিল্পীদের নিয়ে নাটক 'তোমাদের গল্প'

ঈদ উপলক্ষে ছোট পর্দার বেশ কিছু চেনা মুখকে একত্র করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পরিচালিত নতুন নাটক 'তোমাদের গল্প'তে দেখা যাবে দর্শকপ্রিয় অভিনয়শিল্পীদের। এরমধ্যে আছেন পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও

শিল্পী সরকার অপু।

গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে। 'তোমাদের গল্প' নাটকে বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের মধ্যে থাকছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। পর্দায় তাদের রসায়ন ও খুনসুঁটি দেখা যাবে।

নিজের নতুন নাটক প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, 'ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। নরসিংদীতে আমার ফুফুর বাড়িতে শুটিং হচ্ছে। চিত্রগ্রহণ করছেন সুমন হোসেন। আশা করি, এবারের ঈদুল ফিতরে দর্শকদের সম্পৃক্ত করবে আমাদের এই প্রচেষ্টা।' বিভিন্ন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের একত্র করা প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, 'আমার এবারের নাটকের গল্পটি এমন যে, দক্ষ ও বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রী প্রয়োজন ছিল। সেজন্যই দর্শকপ্রিয় অভিনয়শিল্পীদের একফ্রেমে নিয়ে আসছি। তাদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিজীবনে সুসম্পর্ক আছে। তারা আমার পরিবারের মতোই। তাই একটি পারিবারিক গল্প বলার জন্য এই শিল্পীদের নিয়ে কাজটি করছি।'

নতুন নাটকটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। 'তোমাদের গল্প' নাটকে একটি নতুন গান থাকছে। এটি গেয়েছেন আরফিন রুমি। তিনিই এর সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানের কথা লিখেছেন জনি হক। আসছে ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি

পাবে নাটকটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে