রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

দৌলতপুরে কথিত পীরের আস্তানা পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২২, ০০:০০
দৌলতপুরে কথিত পীরের আস্তানা পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত তছের পীরের দরবার শরিফ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সেখানে ভাংচুর করে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার হোগলবাড়িয়া ইউপির কল্যাণপুর চরদিয়ার কথিত ওই তছের পীরের দরবার শরিফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দরবার শরিফের ভক্তদের ছোড়া ইটপাটকেলে ২ জন আহত হয়েছেন।

এ ঘটনায় আস্তানার খাদেম বাদী হয়ে শতাধিক এলাকাবাসীর নামে মামলা করেছে। পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী

ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে কথিত তছের পীরের দরবার শরিফের বহিরাগত অনুসারীরা স্থানীয় এক তরুণীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করলে দরবার শরিফের বখাটে যুবকরা ওই তরুণীর পিতাকে মারধর করে এবং এলাকাবাসীর উদ্দেশ্য অশ্লীল ভাষায় গালাগালি করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কল্যাণপুর, চরদিয়াড়, সোনাইকুন্ডি ও গাছেরদিয়াড় গ্রামের ৪/৫ শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে কথিত ওই তছের পীরের দরবার শরিফে হামলা চালায়। এ সময় তারা দরবার শরিফ ভাংচুর ও অগ্নিসংযোগ করলে দরবার শরীফের ভেতরে থাকা বহিরাগত অনুসারীরা দরবার শরিফের ভেতর থেকে গ্রামবাসীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় সামিউল (৫২) ও কিরণ (২৬) নামে দুই গ্রামবাসী আহত হয়। তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাকির নামে একজনকে আটক করে। দরবার শরীফে আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা কথিত তছের পীরের দরবার শরিফ ঘেরাও করে রাখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার, দৌলতপুর থানার ওসি জাবিদ হাসান বিক্ষুদ্ধ গ্রামবাসীদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে এলাকাবাসী ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে শনিবার দুপুরে আস্তানার খাদেম হিসেবে পরিচিত ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের প্রয়াত আরজেত লস্করের ছেলে আনিসুর রহমান সুইট বাদী হয়ে ২২ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেছে। মামলা নং-১৫, তারিখ-০৮/০১/২০২২। পুলিশ এজাহার নামীয় ৪ আসামি জাকির, রেজু, রাজা ও শাহীনকে গ্রেপ্তার করেছে।

দৌলতপুর থানার ওসি জাবিদ হাসান জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আস্তানায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ৪ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উলেস্নখ্য গত ৬ জুন ২০২১ তারিখে এক ভক্তকে পিটিয়ে হত্যা করার ঘটনার কথিত পীর তছের পলাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে