শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৫ বিসিএস থেকে চালু হচ্ছে প্রিলির 'কাট মার্কস'

বিশেষজ্ঞ কমিটির মতামত পেলেই কার্যকর
ম আমানুর রহমান
  ০২ জুলাই ২০২২, ০০:০০
আপডেট  : ০২ জুলাই ২০২২, ০৯:১৩

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আগেই 'কাট মার্কস' নির্ধারণ করার চিন্তা-ভাবনা করছে। এ ছাড়াও প্রতিটি প্রিলিমিনারিতে কত প্রার্থীকে পাস করানো হবে, তা আগেই নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে কত পদের চাহিদা দিয়েছে জনপ্রশাসন, তার ভিত্তিতে কতজনকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করাবে, সেটিও ঠিক করা হবে পরীক্ষার আগে। বিসিএস পরীক্ষাকে আরও নিখুঁত এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে পিএসসিকে মতামত ও সুপারিশ প্রদানের জন্য সাবেক সিনিয়র আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির মতামত ও সুপারিশ পেলেই ৪৫তম বিসিএস থেকেই তা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পিএসসি'র দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। প্রিলির 'কাট মার্কস'-সহ পরীক্ষার অন্যান্য বিষয়গুলো অত্যন্ত ষ্পর্শকাতর এবং অতি গোপনীয় বিধায় এ নিয়ে পিএসসি'র কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি নন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছাড়া অন্য সদস্যরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন না। 'কাট মার্কস'- কী জানতে চাইলে পিএসসি'র দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, 'যে কোনো বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় নূ্যনতম কত পেলে প্রার্থী বা পরীক্ষার্থী পাস করবেন, সেটিকে 'কাট মার্কস' হিসেবে বিবেচনায় নেওয়া হয়। বিগত কিছু সময় এই 'কাট মার্কস' নিয়ে পিএসসি'তে বেশ কানা-ঘুষার অভিযোগ পাওয়া গেছে। তাই এটি এবার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।' সূত্র বলছে, 'যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার আগে ও পরে 'কাট মার্কস' নিয়ে কমিশনকে নানা ধরনের বিব্রতকর সুপারিশের মুখোমুখি হতে হচ্ছে। এটি কেউ কেউ শুভাকাঙ্ক্ষি হিসেবেও জানতে চান। আবার কেউ বিশেষ উদ্দেশ্যেও অবগত হতে চান। তাই শুরুতেই এটি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরীক্ষার আগেই সেটি নির্ধারণ করার বিষয়টি বিবেচনা করছে পিএসসি।' সূত্র জানায়, এটি বাস্তবায়নের আগে বিশেষজ্ঞ মতামত নেওয়া হবে। তাই সাবেক আমলা ও জনপ্রশাসন সম্পর্কে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মতামত পেলে আগামী ৪৫ বিসিএস থেকে এটি বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন যায়যায়দিনকে বলেছেন, জনপ্রশাসনে যোগ্য কর্মকর্তাদের পাঠাতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এগুলো ধারাবাহিক পদক্ষেপেরই অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে