শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরাভ খানকে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সবরকম চেষ্টা চলছে।

কারাগার থেকে মুক্ত হওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহীকে নিয়েও কথা বলেন মন্ত্রী। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহিয়া মাহীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে করা মাহীর অভিযোগ সঠিক কি না তা তদন্তেই বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহী কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সবকিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারব।

মাহীর অভিযোগ তদন্ত করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। মাহীর বক্তব্য সঠিক কি না, কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে