বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

'অস্বাস্থ্যকর' বায়ুর শহর ঢাকা

বিশ্বে দশম স্থানে
যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০

'অস্বাস্থ্যকর' বায়ু নিয়ে বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও ঠাঁই হয়েছে রাজধানী ঢাকার। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৩৫ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১০ নম্বরে।

এ ছাড়া তুরস্কের ইস্তাম্বুল, মিয়ানমারের ইয়াঙ্গুন ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৭২, ১৬০ ও ১৫৭ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিন স্থান দখল করেছে।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। সেই হিসেবে রাজধানী ঢাকায় বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উলেস্নখ করা হয় যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ স্থানের ধুলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে