মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেতাদের সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না : ফখরুল

যাযাদি রিপোর্ট
  ৩১ মে ২০২৩, ০০:০০

দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উলস্নাহ আমানের বিরুদ্ধে দেওয়া বিচারিক আদালতের সাজা উচ্চ আদালতের বহাল রাখার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাদের সাজা দিয়ে চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। এই মামলাগুলোর রায় দেওয়া থেকে বোঝা যায় যে, এই সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে, বিচার ব্যবস্থাকে দখল করে নিয়েছে। ফরমায়েশি রায় দিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে তাদেরকে কারাগারে পাঠিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। এটা আজকের ব্যাপার নয়, দীর্ঘ ১২ বছর ধরে তারা একই কাজ করছে। এই ধরনের

\হরায় দিয়ে কোনো দিন গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার অবশ্যই আদায় করবে।

নেতৃবৃন্দকে সাজার দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার ও রাজনীতি থেকে দূরে রাখা এবং সত্যিকার অর্থে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হতে পারে, তারা যেন একদলীয় নির্বাচন আবার করতে পারে সেই লক্ষ্যে এসব কাজ করছে। কিন্তু এবার জনগণ এটা করতে দেবে না। এসব ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল এই সরকারের কোনো রকমের শুভ বুদ্ধির উদয় হওয়ার সম্ভাবনা নাই। একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করেই আইনের শাসন, গণতন্ত্রের শাসন, গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুষ্ঠু নির্বাচনকে ফেরত আনতে হবে তাদের পদত্যাগের মধ্য দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে