গোপালগঞ্জে ৫ জনসহ দেশের ১২ জেলার সড়কে পৃথক পৃথক দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আরও ১৮ জন। এর মধ্যে গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেল-প্রাইভেটকারের পৃথক সংঘর্ষে ৫ জন, কুমিলস্নার দেবিদ্বারে ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন, পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জন, বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন, চট্টগ্রামে পিকআপ-সিএনজি সংঘর্ষে ২ সহোদর ও ময়মনসিংহের গৌরীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া, গাজীপুরের কালীগঞ্জ, টাঙ্গাইলের ঘাটাইল, নরসিংদীর বাসাইল, ফরিদপুরের মধুখালী ও ঢাকার মালিবাগে একজন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে মাটিকাটা ভেকু বহনকারী লো-বেড ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার হর্টিকালচারের সামনে দুপুরে মোটর সাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বরিশাল জেলার সদর রোডের ডা. আব্দুল খালেকের ছেলে সাবেক নৌ সদস্য ডা. শামছুল আলম (৬০), রাজবাড়ী জেলার কালুখালী থানার গোয়ালপাড়া গ্রামের ওলজার খানের ছেলে ও অ্যাম্বুলেন্স চালক মোমিন খান (৪০), পটুয়াখালী জেলার দুমকি থানার জামলা গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. জুয়েল হাসান (৩০), রাজবাড়ীর ফয়সাল (৩৫) ও কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের মো. ছলেমান শরীফের ছেলে আলামীন শরিফ (৩৫)। আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪০) মোহাম্মাদ আলী শেখ (৬০) ও বায়েজিদ
সিকদার (২৮)। আহতরা সবাই ঢাকার কেরানিগঞ্জের মডার্ন সাইকেট্রিক হাসপাতালের স্টাফ।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শরীফুল ইসলাম জানান, রোগী নৌ-সদস্য ডা. শামছুল আলমকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকার কেরানিগঞ্জের মডার্ন সাইকেট্রিক হাসপাতালে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা ভেকু বহনকারী লো-বেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে চালক মোমিন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে সাবেক নৌ সদস্য ডা. শামছুল আলম ও হাসপাতালে আনার পর মো. জুয়েল হাসান ও ফয়সালের মৃতু্য হয়। আহত তিনজনকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুয়েল সরকার বলেন, দুইজন হাসপাতালে আনার আগে ও দুইজন হাসপাতালে আসার পর মারা যান।
অপরদিকে, কাশিয়ানী উপজেলার হর্টিকালচার সেন্টারের সামনে একটি প্রাইভেটকারের চাকা ফেটে গিয়ে একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে আলামীন শরিফ (২৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
কুমিলস্না প্রতিনিধি জানান, বুধবার রাত ১২টার দিকে কুমিলস্না-সিলেট আঞ্চলিক সড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার গোকলনগর এলাকার নাছিমা আক্তার খুকি (৩২) ও তার মেয়ে নুসরাত (১২) এবং একই এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক দেলোয়ার হোসেন।
মিরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, 'বুধবার রাতে কুমিলস্নামুখী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-মেয়েসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন।'
তিনি আরও বলেন, 'দেবিদ্বারের চরবাকর এলাকায় লরি ও সিএনজির সংঘর্ষের পর পাশের একটি পুকুরে পড়ে যায়। সিএনজি অটোরিকশাটি নম্বরবিহীন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, লরিটির বেপরোয়া ও দ্রম্নতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।'
পাবনা প্রতিনিধি জানান, জেলার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ের আগে চন্ডিপুর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত মোমিন হোসেন (২৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাই মোটর সাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দত্ত বলেন, 'এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া সদরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। বৃহস্পতিবার সকালে শহরতলির সাবগ্রামের ছাতিয়ানতলা এলাকায় বগুড়া-গাবতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (২৬)। দুপুর পর্যন্ত নিহত পুরুষের (৬০) পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হতাহতরা শহরের সাতমাথায় ঢাকার বাস থেকে নামেন। এরপর তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় সারিয়াকান্দির দিকে যাচ্ছিলেন। অটোরিকশা বগুড়া-গাবতলী সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত ট্রাকের চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রাবেয়া ও অজ্ঞাত ব্যক্তি মারা যান।
সদর থানার এসআই শহিদুল ইসলাম জানান, দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। তার পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও আহত হয়েছেন চার জন। আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। বুধবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঙচিল রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে শ্যামলাছায়া নামে একটি যাত্রীবাহী বাস বুধবার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঙচিল রেস্টুরেন্টের সামনে আসতেই ঈশ্বরগঞ্জগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন (৮০) ও হালুয়াঘাট উপজেলার আশরাফুন্নাহার (৬০) মারা যান।
আহতরা হলেন- অটোরিকশা যাত্রী রোকসানা (৩৫), ফারজানা (১৬), সামিয়া (৮) ও জুয়েল (৩০)। তারা সবাই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
\হগৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ এবং বাসের চালক আবুল কাশেমকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।'
\হলোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, তেলবাহী গাড়ির চাপায় নিগার বিশ্বাস (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু নিগার বিশ্বাস উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্বপাড়া (চুইট্যা পাড়া) এলাকার আইসক্রিম বিক্রেতা শিমুল বিশ্বাসের পুত্র।
\হদোহাজারী হাইওয়ে থানার এএসআই মাহবুব হোসেন জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে। নিহত শিশুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের আরও ৫ যাত্রী আহত হয়েছে। বুধবার রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আরি কলা রেলওয়ে স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ট্রেন কালীগঞ্জ উপজেলা আড়িখোলা রোড সংলগ্ন স্টেশনের অদূরে কাপাসিয়া রোড রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক আলামিন নিহত হন। এই ঘটনায় মাইক্রোবাসের আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
নরসিংদী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল রেলগেট এলাকায় ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মুজিবুর রহমান মিয়াজি (৭০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি মিয়াজি বাসাইল উত্তর পাড়ার বাসিন্দা এবং বাসাইল গাউছিয়া পেশোয়ারীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত?্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক মুজিবুর রহমান মিয়াজি সকালে বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হয়ে ভেলানগর বাজারে আসে। বাজার শেষে বাড়ি ফেরার পথে বাসাইল রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃতু্য হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ বাসায় নিয়ে আসে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় বলেন, 'বাসাইল রেলগেটের পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় একজনের মৃতু্যর খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহটি নিয়ে যায়। এ ব?্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, উপজেলায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। বুধবার রাত ১০টায় উপজেলার শাহপুর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শাহপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন ওই পথচারী। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক তার মৃতু্য হয়েছে বলে জানান।
ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় পেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার জানান, রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় নাজির আহাম্মদ (৪০) নামে এক পরিবহণ শ্রমিকের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নাজির আহাম্মদ চট্টগ্রামের চকবাজার উপজেলার ওমর আলী মাতব্বর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ বলেন, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
তিনি জানান, নাজির আহাম্মদ মালিবাগ রেলগেটের সোহাগ পরিবহণ প্রাইভেট কোম্পানি লিমিটেডে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন।
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, মধুখালীতে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাসেল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. নুরুন্নবী (৫৫) নামে একজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-মাগুরা মহাসড়কের গোড়িয়াদাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকান্দা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আহত নুরুন্নবী একই এলাকার মৃত আরিফুর রহমানের ছেলে। নিহত যুবক কাভার্ডভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাগুরার দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহণের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে যশোরগামী এসএ পরিবহণের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক রাসেল নিহত হন। আহত হন অপর আরেকজন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, 'দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'