শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃতু্য উপাচার্যের শোক

রাবি প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফা মারা গেছেন, (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। সোমবার ভোর ৬টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন ও ২০১৪ সালে অবসর গ্রহণ করেন।

এদিকে তার মৃতু্যতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তারা রাবিতে শিক্ষা ও গবেষণায় অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে