নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশই নির্বাচন বানচাল করতে পারবে না উলেস্নখ করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসা নীতি দিয়ে থাকতে পারে। কী কারণে সেটি করেছে- তা জানি না। তবে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। তার অধীনেই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসে এই নির্বাচন হবে। কারও ভিসা নীতিতে আমাদের কিছু যায় আসে না।
বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত উপজেলা কৃষি মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, 'তারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনো উঠতে পারেন নাই। ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে। সেটাতেও কিছুই করতে পারবেন না, দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করছে। হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছে। তাদের আন্দোলন সংগ্রামে এ দেশের জনগণ নাই। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন।'
কৃষিমন্ত্রী বলেন, 'গত বছর দাম কম পাওয়ায় এ বছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তাছাড়া আমরা কিছু আলু রপ্তানি করেছি। তারপরও আলুর দাম এতটা হওয়া উচিত নয়। এটি হয়েছে সিন্ডিকেটের কারণে। আলু নিয়ে সিন্ডিকেট করেছে কোল্ড স্টোরেজ মালিকরা। সিন্ডিকেট ভাঙার সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আলুর বাজার স্বাভাবিক হবে শিগগিরই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই মূলত কাঁচা বাজারের মূল্য বেশি হয়েছে।'
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে কৃষি মেলায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এসএম সোহরাব উদ্দিন, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইয়াকুব আলী, মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান জস্টিনা নকরেক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নান্মি প্রমুখ।
কৃষি মেলায় মধুপুরের পাহাড়িয়া এলাকার কৃষক, বিএডিসি, কৃষি বিভাগ, কারিতাসসহ বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি উন্নয়ন সংস্থা স্টল নিয়েছে। মেলায় ৪৮টি স্টল বসেছে।