মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসু্যলার-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটারের সঙ্গে নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন সহজেই ভিসা পান, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রোববার তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। শনিবার বিকালে মার্কিন কনসু্যলার-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার ছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন-বিষয়ক উপ-সহকারী মন্ত্রী জেনিন উইন সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত
পররাষ্ট্র সচিবের সঙ্গে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনার পর খুরশেদ আলম বলেন, কনসু্যলারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা (রেনা বিটারের সঙ্গে) হয়েছে। ভিসা নীতি নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। তারাও তোলেননি। তিনি বলেন, 'আমাদের কিছু বিষয় ছিল, যেমন আমাদের ছাত্ররা ঠিকমতো ভিসা পায় না। আমাদের যারা ধরেন, আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন, মানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের ভিসা পেতে সমস্যা হয়, সেই বিষয়গুলো তুলে ধরেছি। তারা বলেছেন, এ বিষয়গুলো বিবেচনা করবেন। তারা (যুক্তরাষ্ট্র) ভিসা ইসু্যর সময় (ভিসার মেয়াদ) কমিয়ে এনেছে, আগে যেটা অনেক বেশি ছিল, সেটা এখন ছয় মাসের মধ্যে এনেছে।'
এক প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, তারা (মার্কিন মন্ত্রী) নিয়মিত সফরের অংশ হিসেবে এসেছেন, বিশেষ কোনো কারণে আসেননি।
উপ-সহকারী মন্ত্রী জেনিন উইনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে খুরশেদ আলম বলেন, 'রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তাদের এ বিষয়ে একটি উদ্বেগ আছে। তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন চায়। এতে আমাদেরও কোনো দ্বিমত নেই। কিন্তু এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যে, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অত্যাচার থেকে রক্ষা করেছেন। এতে আমরা বড় ধরনের কোনো ভুল করে ফেলেছি।'
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ভিসা প্রসঙ্গে তারা (মার্কিন মন্ত্রী) জানিয়েছেন, কোভিডের পর তাদের কিছু সমস্যা ছিল, সেটা কাটিয়ে উঠেছেন। এখন ছয় মাসের মধ্যেই ভিসা দেওয়ার চেষ্টা করবেন।
ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো উদ্বেগ জানিয়েছেন কিনা, জানতে চাইলে মো. খুরশেদ আলম বলেন, 'না, এ বিষয়ে উদ্বেগ জানানোর কিছু নেই। তারা যদি করতে চায় সেটা...।' নতুন থ্রি সি ভিসা নিয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, 'এ নিয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে আপনাদের উৎসাহ থাকতে পারে, আমাদের নেই।'
প্রসঙ্গত, মার্কিন কনসু্যলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার বাংলাদেশ সফরে এসেছে।