বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা

নেত্রকোনার কলমাকান্দার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কবি ও সাহিত্যিক মঞ্জুরুল হক তারা রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইলাইহি রাজিউন)। মঞ্জুরুল হক তারা কলমাকান্দা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ডাক্তার মুসলিম উদ্দিন আহম্মেদের জ্যেষ্ঠ সন্তান। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর কলমাকান্দা স্টেডিয়ামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।

মঞ্জুরুল হক তারার মৃতু্যতে সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরুসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে