বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় জামিন আবেদন শুনানির জন্য দিন আগামী বৃহস্পতিবার রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এই মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছিলেন। এরপর জামিন চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুল। জামিন আবেদনটি সোমবার হাইকোর্টের কার্যতালিকার ৭৯২ নম্বর ক্রমিকে ওঠে। বিষয়টি আদালতে তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন। পরে সগীর হোসেন লিওন বলেন, জামিন আবেদনের বিষয়টি উপস্থাপন করা হলে আদালত বৃহস্পতিবার বেলা ১১টায় শুনানির জন্য রেখেছেন। প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর রমনা মডেল থানায় মামলাটি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে করা এই মামলায় ২৯ অক্টোবরই গ্রেপ্তার হন মির্জা ফখরুল। \হপরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার জামিনের আবেদন করা হয়। আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। ২২ নভেম্বর আবেদনটি নামঞ্জুর করেন আদালত।