যশোরের যুবদল নেতা মো. আমিনুর রহমানকে চিকিৎসার সময় ডান্ডাবেড়ি পরানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে যথাযথ ও পর্যাপ্ত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আমিনুরকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। যশোরের পুলিশ সুপার ও যশোর কেন্দ্রীয় কারাগারের জেলারের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুলস্নাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।