শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কমরেড আইনাল হক আর নেই

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কমরেড আইনাল হক আর নেই

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাণীশংকৈল উপজেলা শাখার সদস্য, কৃষক নেতা ও হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কমরেড আইনাল হক মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কৃষক আন্দোলন করতে গিয়ে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। ১৯৮৩ সালে তিনি পার্টির সদস্যপদ লাভ করেন। পার্টির নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়ের পথে অবিচল ও দৃঢ়চেতা ছিলেন।

কমরেড আইনাল হকের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, কেন্দ্রীয় কমিটির পলিটবু্যরো সদস্য মাহমুদুল হাসান মানিক, ঠাকুরগাঁও জেলা পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক অধ্যক্ষ সইদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপস্নব, নাসির উদ্দীন, সাদেকুল ইসলাম, আকতারুল হক প্রমুখ।

1

মঙ্গলবার বিকালে মরহুমের নিজের গ্রাম উত্তরগাঁও ঈদগাহ মাঠে জানাজা শেষে সমাহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে