সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
উপজেলা নির্বাচন

প্রথম ধাপের ভোটে বিচ্ছিন্ন সংঘাত

ঝড় ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম :সিইসি মাদারীপুরে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ, আহত ১০
যাযাদি রিপোর্ট
  ০৯ মে ২০২৪, ০০:০০
প্রথম ধাপের ভোটে বিচ্ছিন্ন সংঘাত

বিচ্ছিন্ন সহিংসতা, গ্রেপ্তার, প্রার্থীদের ভোট বর্জন, জাল ভোট প্রদান, কর্মকর্তা প্রত্যাহার ও দু'টি কেন্দ্রে ভোট স্থগিতের মধ্য দিয়ে দেশের ১৩৯ উপজেলায় প্রথম দফার ভোটগ্রহণ বুধবার সম্পন্ন হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল হাতেগোনা। যদিও ভোটগ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সংবাদ সম্মেলনে জানান, ভোটের হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে হতে পারে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি। বুধবার বিকালে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন। তিনি বলেন, 'প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে। বর্ষার কারণে অনেকে ভোট সেন্টারে আসতে পারেননি। এছাড়া এখন ধান কাটার মৌসুম চলছে। এ কারণেও ভোট কম পড়েছে। আমাদের কাছে এটাই মনে হয়।' উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলাকালে বুধবার সকালে শরীয়তপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে ৫০টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। মুন্সীগঞ্জে এক পুলিশকে মারধরের ছবি তোলা ও ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদ করায় কয়েকজন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখাসহ মোবাইল ভাঙচুর করা হয়েছে। বগুড়ায় বাইরে থেকে ব্যালটে সিল দিয়ে তা ভোটবাক্সে ঢোকানোর সময় প্রিজাইডিং অফিসার আটক ও কয়েকজন কর্মকতাকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। রাজশাহীতে জাল ভোটের ভিডিও ভাইরালের ঘটনায় একজন এবং ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচিতে অর্থসহ ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশ। গাইবান্ধার ফুলছড়ি ও কুমিলস্নার মনোহরগঞ্জের দুই প্রার্থী ভোট বর্জন করেন। সুনামগঞ্জের শালস্নায় দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আধা ঘণ্টা ভোট বন্ধ রাখা হয়। এছাড়া সংঘর্ষ ও জালভোটের কারণে দু'টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি। এছাড়াও নানা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাদারীপুরে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ, আহত ১০ স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, ভোট কেন্দ্রের দখল নিতে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুই পক্ষ অন্তত ৫০টি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ৯৫ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, 'ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত। বালিয়া সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।' ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আল রেজাই রাব্বি বলেন, 'কেন্দ্রের বাইরে ৫০ থেকে ৬০টি বোমার বিস্ফোরণ ঘটে। বোমাবাজিতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ভোটার উপস্থিতি কমে যায়। বেলা ১১টা থেকে প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলে।' বোমা হামলায় আহত ভোটার বাদশা হাওলাদারকে (৬০) গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, বেলা ১১টার দিকে ৯৫ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিতে আসেন আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান খানের অনুসারী এনামুল হাওলাদার ও তার লোকজন। এ সময় মোটর সাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান খানের অনুসারী আজাদ হাওলাদার তাদের বাধা দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপরই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে একাধিক হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে একজন সাধারণ ভোটারসহ আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। বালিয়ার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শাকিল শেখ বলেন, 'দুই পক্ষ প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। পরে একের পর এক ককটেল ফাটানো হয়। মুহূর্তেই ভোটকেন্দ্রের মানুষজন ভয়ে দূরে সরে যায়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।' পুলিশ সুপার বলেন, 'আনারস ও মোটর সাইকেল প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। আপাতত কোনো ঝামেলা নেই। ফের সংঘর্ষ এড়াতে এখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক, দুই কর্মকর্তা প্রত্যাহার স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বাইরে থেকে সিল দেওয়া ব্যালট ভোটবাক্সে ঢোকানোর সময় বগুড়ার গাবতলী উপজেলার কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও চেয়ারম্যান প্রার্থীর একজন এজেন্টকে আটক করেছে পুলিশ। এছাড়া, উপজেলার সোনারায় উচ্চবিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে এক প্রার্থীর সমর্থকরা বাইরে থেকে ব্যালটে সিল মেরে ভোটবাক্সে ভরার অভিযোগে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ৯০০ ব্যালট বাইরে পাঠান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী। আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে সিল মারা ব্যালটগুলো বাক্সে ঢোকানো সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, 'আনারস প্রতীকে সিল মেরে ৬০০ ব্যালট বাক্সে ভরার সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্টকে আটক করা হয়েছে। ৩০০ ব্যালট বাক্সে ফেলার কথা স্বীকার করেছেন ওই প্রিসাইডিং কর্মকর্তা। এ সময় সিল দেওয়া ৬০০ ব্যালট ও ৯০০ ব্যালট-সংবলিত একটি মুড়ি বই জব্দ করা হয়েছে। এজেন্ট এরশাদ আলী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খানের আনারস প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে, বাইরে থেকে ব্যালটে সিল মেরে ভোটকক্ষে ঢুকে বাক্সে ভরার অভিযোগে একই উপজেলার সোনারায় উচ্চবিদ্যালয় (পুরুষ) কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র-সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে আনারস প্রতীকের প্রার্থী রফি নেওয়াজ খানের ১০ থেকে ১৫ জন সমর্থক ওই ভোটকেন্দ্রের দ্বিতীয় তলার ৪ ও ৫ নম্বর বুথে ঢুকে পোলিং এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নেন। এরপর আনারস প্রতীকে সিল মেরে সেগুলো ব্যালট বাক্সে ফেলেন তারা। খবর পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা কেন্দ্রে এসে ব্যালট পেপারের মুড়ি বইয়ে ভোটারের স্বাক্ষর না পাওয়ায় ছয়টি মুড়ি বই জব্দ করেন। এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তারিকুল ইসলাম ও হাফিজুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা এ টি এম আমিনুর রহমানকেও অব্যাহতি দেওয়া হয়। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান জাল ভোটের দায় স্বীকার করে বলেন, '১০ থেকে ১৫ জন যুবক বুথে এসে ব্যালট পেপার কেড়ে নিয়ে গোপন কক্ষে গিয়ে সিল মেরেছে। তাদের আমি চিনি না। নিরুপায় হয়ে মেনে নিয়েছি।' জেলা রিটার্নিং কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, 'বাইরে থেকে সিল মেরে ব্যালট বাক্সে ভরার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ দু'জনকে আটক এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।' তবে ওই দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দাবি করেন, অন্তত ১৫ জন লোক গিয়ে তাদের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। নারুয়ামালা ইউনিয়নের নারুয়ামালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে লুৎফর রহমান (৪৫) ও রফিকুল ইসলাম (৪২) নামের দু'জনকে ছুরিকাহত করা হয়েছে। তাদের মধ্যে লুৎফরকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাহত দু'জনই গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) অরুণ কান্তি রায় সিটনের সমর্থক। মুন্সীগঞ্জে পুলিশকে মারধর সাংবাদিকের ওপর হামলা এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধরের ছবি ও ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে তা ভেঙেও ফেলেন। এ ঘটনার প্রতিবাদ করায় কেন্দ্রে উপস্থিতি অন্য সাংবাদিকদেরও অবরুদ্ধ করে রাখা হয়। বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই সাংবাদিকের নাম গোলজার হোসেন। তিনি দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি। এ ঘটনায় অভিযুক্ত দু'জন হলেন আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল হকের সমর্থক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক (মিঠু) ও তার ভাতিজা তানভীর হক (তুরীন)। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পুলিশ সদস্য ও সাংবাদিকরা জানান, আনারস প্রতীকের সমর্থক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক তার ভাতিজা তানভীর হক ও তাদের লোকজন ভোটকেন্দ্রের বাইরে জড়ো হচ্ছিলেন। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানা সবাইকে সরে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর শুরু করেন মনিরুল হক ও তার লোকজন। এ সময় পাশ থেকে ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন সাংবাদিক গোলজার হোসেন। পরে তারা সোহেলকে রেখে গোলজারের ওপর হামলা চালান। এ সময় অন্য সাংবাদিকেরা এসে তাকে উদ্ধার করেন। পরে সাংবাদিকেরা ভোটকেন্দ্রের ভেতরে আশ্রয় নেন। সেখানে তাদের অবরুদ্ধ অবস্থায় মারধরের জন্য তেড়ে আসেন মনিরুল হক ও তার লোকজন। মারধরের ঘটনার পর কেন্দ্রের ভেতরে মনিরুল হক ও তার লোকজন প্রবেশ করার সময় সাংবাদিকদের হাত কেটে ফেলার হুমকি দেন। সেখানে মনিরুল হক হুংকার দিয়ে বলেন, 'দুই-চারজন সাংবাদিক মেরে ফেললে কী হবে?' এই দৃশ্য ভিডিও করতে গেলে মাই টিভির সাংবাদিক ও প্রথম আলোর প্রতিনিধির মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন মনিরুল হক। সাংবাদিক গোলজার হোসেন বলেন, 'ভোটকেন্দ্রের পাশে এক পুলিশ সদস্যকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক ও তার লোকজন। তিনি ছবি ও ভিডিও করতে শুরু করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাকেও মারধর করেন। মুঠোফোন ছিনিয়ে নিয়ে সব ছবি ও ভিডিও মুছে ফেলেন। পরে তারা মুঠোফোনটি ভেঙে ফেলেন।' ভুক্তভোগী পুলিশ সদস্য সোহেল রানা বলেন, 'কেন্দ্রের পাশে একটি দোকান ছিল। সেখানে আনারস প্রতীকের সমর্থকরা জড়ো হচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমি তাদের সরে যেতে বলি। এতে আনারসের সমর্থকেরা আমার ওপর হামলা চালান। এ সময় সাংবাদিক ছবি তোলায় তাকেও মারধর করেন তারা।' এ ঘটনায় আরেক ভুক্তভোগী সাংবাদিক শেখ মোহাম্মাদ রতন বলেন, 'সাংবাদিক গোলজারকে মারধরের পর ৩০ মিনিটের মতো কেন্দ্রের ভেতর আমাদের অবরুদ্ধ করে রাখা হয়। আমরা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতা চেয়েছিলাম। তারা চুপ করে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতনদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে আমরা হতভম্ব হয়েছি।' এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক রতন বৈরাগী বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার পর কেন ব্যবস্থা নেওয়া হলো না- এমন প্রশ্নের জবাবে রতন বৈরাগী বলেন, 'এখানে কিছুই হয়নি। সব ঠিক আছে। এ ব্যাপারে আর কিছু বলতে পারব না।' জাল ভোটের ভিডিও ভাইরাল, আটক ১ রাজশাহী অফিস জানায়, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামের একটি কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুর ২টায় এমডি হামিম হোসেন এসপি নামের একটি ফেসবুক আইডি থেকে ভোট দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে ভোটদানকারী পছন্দের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের দোয়াত-কলম মার্কাসহ অন্যান্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকেও সিল মারতে দেখা যায়। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়লে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করেন এবং ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে বলেন, 'একজন ভোটার ভোটকক্ষে ঢুকে চেয়ারম্যান পদের তিনটা ব্যালট পেপারে সিল মারাটা জাল ভোট। এটা দেওপাড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ঘটেছে। তাই দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।' রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, 'ভোট কক্ষে ঢুকে ভোট প্রদানের ভিডিও ধারণ করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা দুটোই অপরাধ। এ ঘটনায় একজনকে আটক করে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।'

সরাইলে চারজনের কারাদÐ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, জাল ভোট দেওয়া ও ভোটারদের প্ররোচিত করার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সরাইল উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করে কারাদÐ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ সেলিম শেখ এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তানভীর ফরহাদ শামীম পৃথক ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তাদের কারাদÐ প্রদান করেন।

দÐপ্রাপ্তরা হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার গ্রামের মোড়াহাটির রজব আলীর ছেলে শাকির মিয়া-(৩৯) একই গ্রামের সাচ্চু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৮), ইয়াকুব আলীর ছেলে মো. রাকিব হোসেন (২৪) এবং উপজেলা সদরের রুসমত আলীর ছেলে তামিম মিয়া-(২৬)।

ভ্রাম্যমাণ আদালত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান, বুধবার দুপুরে কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় শাকির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। শাকির ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। একই কেন্দ্রের পোলিং এজেন্ট মো. হৃদয় মিয়াকেও ভোটারদের প্ররোচিত করার সময় আটক করা হয় এবং একই কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করার সময় মো. রাকিব হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাকির মিয়াকে ১৫ দিন, হৃদয় মিয়াকে ১০ দিন ও রাকিব হোসেনকে ৭ দিন বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।

অস্যদিকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন, ‘দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তামিম মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ৩টায় দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় আনসার সদস্যরা চিৎকার করলে পুলিশ এসে হৃদয় হোসেনকে আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটক হৃদয় হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিজাইডিং কর্মকর্তা গোপাল চন্দ্র বর্মণ বলেন, ‘অতর্কিতভাবে ভোট কেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।’

অর্থসহ ইউপি চেয়ারম্যান আটক

সদর ও বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, ভোটারদের প্রলুব্ধ করে অর্থের বিনিময়ে ভোট কেনার সময় দোয়াত-কলম প্রার্থীর এজেন্ট ও সমর্থক ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে উপজেলার তামাই পশ্চিমপাড়ার ভোটকেন্দ্র থেকে ৯৪ হাজার নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি জুলহাচ উদ্দিন বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রলুব্ধ করে দোয়াত-কলম প্রার্থী আমিনুল ইসলাম সরকারের পক্ষে প্রকাশ্যে অর্থের বিনিময়ে ভোট কিনছিলেন ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম। গোপন খবর পেয়ে আমরা তামাই পশ্চিমপাড়া ভোটকেন্দ্রে গিয়ে তাকে হাতেনাতে আটক করি। এ সময় তার কাছে থাকা ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।’

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র ও সাবেক মন্ত্রীর পতœী বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘স্থানীয় এমপি আব্দুল মমিন মÐল সমর্থিত দোয়াত-কলমের প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার শুধু তামাই নয় বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার ও সাতলাঠিসহ প্রায় কেন্দ্রেই বেলকুচি থানা পুলিশের সামনেই প্রকাশ্যে ভোট কিনছেন। তামাই কেন্দ্রে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ও ধুকুরিয়া ইউনিয়ন হেলাল চেয়ারম্যান সাতলাঠি কেন্দ্রে দোয়াত-কলমের প্রার্থী আমিনুলের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছেন বলে স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন।’

রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে ভোটারদের প্রলুব্ধ করে ভোট কেনার দায়ে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুলকে ডিবি পুলিশ আটক করেছে নির্বাচন বিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন

পুলিশ সুপার মো. আরিফুর রহমান Ð বলেন, ‘চেয়ারম্যান হেলালের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আমরাও পেয়েছি বিষয়টি যাচাই-বাচাই করে দেখা হচ্ছে

প্রসঙ্গে এমপি আব্দুল মমিন মন্ডল সমর্থিত দোয়াত-কলমের প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকার বলেন, ‘আমার নামে প্রতিপক্ষের লোকজন অপপ্রচার চালাচ্ছে

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা মোহাম্মদ নূর উদ্দিন (৫৫) নামের এক সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত ১২টার দিকে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি মারা যান তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন

সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন মোহাম্মদ নূর উদ্দিন রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বুধবার সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে

মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের বলেন, ‘ওই ভোটকেন্দ্রে রাতেই নতুন করে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় বুধবার যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে

দুজন আটক, একজনের কারাদÐ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র?তি?নি?ধি জানান, ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধামকির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আবু সিদ্দিক না?মে এক ইউ?পি সদস্য?কে দি?নের কারাদÐ দি?য়ে?ছেন এছাড়া একই ঘটনার সঙ্গে ?ড়িত অভিযোগে পুলিশ আরও দুজনকে আটক করে?ছে বুধবার সকালে জীবননগর দামুড়হুদা থেকে তাদের আটক কারাদÐ দেওয়া হয়

িত আবু সিদ্দিক দামুড়হুদা উপ?জেলার কুড়লগা?ছি ইউনিয়?নের প্যানেল চেয়ারম্যান ২নং ওয়ার্ড ইউপি সদস্য এছাড়া আটক দুজন হলেন- দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ানের িপুর গ্রামের আব্দুর রাজ্জাক

দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, দামুড়হুদা কুড়ালগাছি ইউপির মেম্বার আবু সিদ্দিক আনারস প্রতীকের প্রার্থী আলি মুনছুর বাবুর পক্ষে কাজ করছে সকালে ভোট শুরু হলে তিনি প্রভাব বিস্তার করে ভোটারদের Ðিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেয় ঘটনায় পুলিশ তাকে আটক করে পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ সাত দিনের কারাদÐ দেন

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয় সকাল ৮টায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৈরী আবহাওয়ার কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে দুপুর ২টা পর্যন্ত দামুড়হুদা উপ?জেলায় ১৪ শতাংশ জীবননগর উপ?জেলায় ১৭ শতাংশ ভোট কাস্ট ?য়ে?ছে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক . কিসিঞ্জার চাকমা বলেন, আমরা সার্বক্ষণিক টিম নিয়ে পর্যবেক্ষণে আছি কয়েক যায়গায় অপ্রীতিকর ঘটনা ছাড়া পরিস্থিতি স্বভাবিক আছে

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) বলেন, মোট তিনজনকে আটক করা হয়েছে একজনকে সাত দিনের করাদÐ প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অপর দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করা হয়েছে ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে কর্মকর্তারা তার কাজে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাকে প্রত্যাহার করেন

জানা গেছে, ওই কেন্দ্রে ১০টি বুথের কথা থাকলেও সেখানে ৯টি বুথ করা হয় সেইসঙ্গে বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার না করার কারণে প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করা হয় পরে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সৌরভ সাহাকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়

ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যতগুলো বুথ তৈরি করার কথা ছিল ততগুলো করেনি জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে

চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন, সাংবাদিক লাঞ্ছিত

গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় ভোট জালিয়াতি কারচুপির অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা জি এম সেলিম পারভেজ ভোট বর্জনের ঘোষণা দেন এর আগে এই প্রার্থীর নেতৃত্বে তার সমর্থকরা দৈনিক যুগান্তর মাছরাঙা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশসহ কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করে তারা সাংবাদিকদের কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে পরে সাংবাদিকরা বিষয়টি পুলিশ সুপার মো. কামাল হোসেনকে জানালে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজ সাংবাদিকদের মাঠের পাশে ডেকে নিয়ে ভোট বর্জনের ঘোষণা করেন

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, ‘দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন ভোট বর্জন করলে অন্যজনকে বিজয়ী ঘোষণার নিয়ম রয়েছে ক্ষেত্রে জিএম পারভেজ ভোট বর্জন করায় বেসরকারিভাবে আবু সাঈদ নির্বাচিত হয়েছেন

এজেন্টকে মারধর, ‘পটকাবিস্ফোরণ

এদিকে ভোটগ্রহণ চলাকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে অন্য একটি কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থানের সময়পটকাবিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে যায় মারধরের শিকার ওই এজেন্টের নাম মো. ফারুক তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের (আনারস) পোলিং এজেন্ট বেলা ১১টার দিকে মদনপুর ইউনিয়নের ৩৩ নম্বর কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে

জানা যায়, মো. ফারুক আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট হিসেবে বুথে দায়িত্ব পালন করছিলেন তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম রশিদের সমর্থক আলী নূর ওই এজেন্টকে প্রথমে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন তিনি তাতে রাজি না হলে তাকে টেনেহিঁচড়ে বুথ থেকে বের করে মারধর করা হয় সময় পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন পুলিশের সামনেই তাকে বেধড়ক পেটানো হয়

অবশ্য এজেন্টকে মারধরের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন চেয়ারম্যান প্রার্থী এম রশিদ

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ‘বুথ থেকে টেনে বের করা হয়নি ফারুক নামের ওই এজেন্ট বুথ থেকে বাইরে বের হয়েছিলেন তখন প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার হাতাহাতি হয় পরে সব ঠিকঠাক হয়েছে

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে কুশিয়ারা হাজি আবদুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থানের সময় পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয় দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রটির পেছন দিক থেকে কেন্দ্রের ভেতর বোমাসদৃশ বস্তু ছুড়ে মারা হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রটির বাইরে ভেতরে অন্তত ৮টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীর অভিযোগ, ছাত্রলীগের জটলা থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে বিস্ফোরণের পর কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে যায় পরে কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ বিজিবি সদস্য মোতায়েন করা হয়

বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা হাসনাত রহমান বলেন, ‘প্রথম বিস্ফোরণের সময় আমি ঘটনাস্থলে ছিলাম পরে প্রশাসনের অনুরোধে আমরা চলে এসেছি আমরা কোনো বিস্ফোরণ ঘটাইনি আমরা মনে করছি, চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের লোকজন নির্বাচনকে বিতর্কিত করতে নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে

বেলা সাড়ে ১১টায় প্রথম বিস্ফোরণের পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) আবদুল্লাহ আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শনে শেষে বলেন, ‘কেউ বলছে পটকা ফুটিয়েছে, আবার একজন বয়স্ক লোক বললেন, টায়ার বিস্ফোরণ হয়েছে একেকজন একেক কথা বলছেন আমরা কেন্দ্রের সামনে অবস্থান নেওয়া লোকজনকে অনুরোধ করার পর তারা সেখান থেকে চলে গেছেন

সিলেটে ছাত্রলীগের জাল ভোট

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে এতে স্থানীয় ভোটাররা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দিলে উত্তেজনা দেখা দেয় বুধবার বেলা ১টার দিকে দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে

একাধিক ভোটার অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী দলদলি চা-বাগানের দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১টার দিকে যান তারা বেশ কিছু সময় ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান প্রার্থী সুজাত আলী রফিকের কাপ-পিরিচ প্রতীকে জাল ভোট দেন

খবর পেয়ে চা-বাগানের ভোটাররা এসে কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রæ ঘটনাস্থল ত্যাগ করেন সময় ভোটারদের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সময় প্রায় সব প্রার্থীর এজেন্ট কেন্দ্র ত্যাগ করলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়

শাল্লায় সংঘর্ষ, আধা ঘণ্টা ভোট বন্ধ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রে ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পরিস্থিতি শান্ত করলে আবার ভোটগ্রহণ শুরু হয়

জানা গেছে, সকাল ১০টার দিকে কেন্দ্রে ঢুকে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী নেতা অবনি মোহন দাসের সমর্থকেরা প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, প্রতিদ্বদ্বী প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা গণেন্দ্র চন্দ্র সরকারের এক সমর্থক কেন্দ্রে একাধিকবার ঢুকে জাল ভোট দিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা সজীব হাওলাদার তখন বিষয়টি দেখছেন বলে তাদের জানান এরপর অভিযোগকারীরা কেন্দ্র থেকে বের হলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ হয় সময় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন সংঘর্ষের কারণে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিল খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন

প্রিসাইডিং কর্মকর্তা সজীব হাওলাদার বলেন, ‘কেন্দ্রের ভেতরে নয়, বাইরে ঝামেলা হয়েছে কারণে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন বলেন, ‘সামান্য সময় ভোটগ্রহণ বন্ধ ছিল পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়

মনোহরগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ভোটকেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ভোটার উপস্থিতি না থাকার অভিযোগ এনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন দুপুর ১২টার দিকে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন

তিনি বলেন, ‘দু-একটি কেন্দ্র ছাড়া কোথাও আমার এজেন্ট নেই কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই সকাল থেকে হাসনাবাদ ইউনিয়নের সব কেন্দ্র দখল করে নিয়েছে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মান্নান চৌধুরী তার লোকজন বিপুলাসার ইউনিয়নের চারটি ভোটকেন্দ্র দখলে নিয়েছে এই নির্বাচন আমি মানি না আমি হাইকোর্টে রিট করব নির্বাচন অবশ্যই বাতিল করতে হবেতিনি বলেন, প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেটা মনোহরগঞ্জে হয়নি

এসময় তিনি এই উপজেলায় পুনর্নির্বাচনের দাবি তোলেন

মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন মোহাম্মদ জাকির হোসেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল মান্নান চৌধুরী ঘোড়া প্রতীক জেলা মহিলা লীগের সদস্য টানা তিনবারের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোট করছেন

শরীয়তপুরে ইভিএমে ত্রæটি

অন্যদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রæটি দেখা দেওয়ায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব হয়েছে কারণে কেন্দ্র দুটির ৯টি কক্ষে প্রথম এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল পরে নির্বাচন কার্যালয় থেকে ইভিএম সরবরাহ করা হলে ভোটগ্রহণ স্বাভাবিক হয় কেন্দ্র দুটি হলো- নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ২২ নম্বর দুলুখÐ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভেদরগঞ্জের চরকুমারিয়া ইউনিয়নের ৭৬ নম্বর মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জ নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনের ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে নড়িয়ায় ৭৬টি ভোটকেন্দ্রে ৬৭০টি ইভিএম এবং ভেদরগঞ্জে ৮০টি কেন্দ্রে ৬৩৯টি ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে গত মঙ্গলবার কেন্দ্রগুলোতে ইভিএম পাঠানো হয় প্রিসাইডিং কর্মকর্তারা রাতে সেগুলো পরীক্ষা করে দেখেন ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়

কেন্দ্র ফাঁকা, এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি এর মধ্যেই বেশ কিছু কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়াসহ ভোটকেন্দ্র নিয়ন্ত্রণের অভিযোগ করেন প্রার্থীরা

সকাল ৯টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ধুমঘাট হাজি চান মিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র ছিল ভোটারশূন্য ভোটকেন্দ্রের ভেতরে ছিল না অনেক প্রার্থীর এজেন্ট তবে কেন্দ্রের বাইরে রাস্তায় মহড়া দিতে দেখা গেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ) এনায়েত হোসেনের সমর্থকদের

একটু পর সেখানে এসে ছুটে আসেন ভাইস চেয়ারম্যান প্রার্থী (টিয়া পাখি) মোহাম্মদ শেখ সেলিম তিনি বলেন, ‘কেন্দ্র দখল হয়ে গেছে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এখানে ভোটের নামে নৈরাজ্য চলছে

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল হক সিরাজি বলেন, ‘ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হাজার ৮৩২ ভোট শুরু হওয়ার পর থেকে ভোটার উপস্থিতি কম বাইরে কী হচ্ছে, তা আমি জানি না তবে কেন্দ্র থেকে এজেন্ট ঢুকতে না দেওয়ার কথা সত্য নয় যারা অভিযোগ করছেন, তাদের কোনো এজেন্ট আসেননি

সকাল ১০টায় করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে মো. সেলিম নামের এক যুবককে আটক করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিম তিনি বলেন, ‘ কেন্দ্রে মোট ভোটার হাজার ১১৫ জন সকাল থেকে এখানে ভোটার উপস্থিতি ভালো জাল ভোট দিতে সহযোগিতা করায় এখানে একজনকে আটক করা হয়েছে আরেকজন পালিয়ে গেছেন

কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেওয়াসহ ভোটে বিভিন্ন অনিয়মের বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘কিছু কেন্দ্রে অনিয়মের খবর পাচ্ছি খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি আমরা

রংপুরে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু

রংপুর প্রতিনিধি জানান, রংপুরের পীরগাছায় ভোট দিতে গিয়ে নওয়াব আলী (৭২) নামে এক ভোটার মারা গেছেন দুপুর ১টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনা ঘটে নওয়াব আলী পেশায় একজন কৃষক ছিলেন তিনি সোনারায় গ্রামের মৃত মহর উদ্দীনের ছেলে

সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে বাসা থেকে বের হয়ে ভোট দিতে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান নওয়াব সেখানে ভোট দেওয়ার আগে কেন্দ্রের পাশে প্রস্রাব করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন

সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান জানান, ওই ব্যক্তি কেন্দ্রের বাইরে মারা গেছেন বলে জেনেছি

ভীমরুলের আক্রমণে আহত ৩৫

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, ধনবাড়ি উপজেলার মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই দফায় ভীমরুলের আক্রমণে ৩৫ ভোটার আহত হয়েছেন বলে জানা গেছে

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কেন্দ্রে ভোট চলাকালে বেলা ১টার দিকে ভীমরুল আক্রমণ চালায় সময় ভোটকেন্ত্র ফাঁকা হয়ে যায় প্রায় ২০ মিনিট পর ভীমরুলের ঝাঁক চলে গেলে ফের ভোট শুরু হয় এরপর বেলা আড়াইটার দিকে ভীমরুলের ঝাঁক ফের ফিরে আসে সময় ভীমরুলের আক্রমণে অন্তত ৩৫ জন আহত হন স্থানীয়রা ধোঁয়া উৎপন্ন করে ভীমরুল নিয়ন্ত্রণের চেষ্টা চালান আহতদের মধ্যে পুলিশ চার, আনসার দুই, দুই শিশুসহ ১৭ জন মারাত্মক আহত হন এদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে