সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সুপার এইটে আজ ভারতের সামনে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
  ২০ জুন ২০২৪, ০০:০০
সুপার এইটে আজ ভারতের সামনে আফগানিস্তান
সুপার এইটে আজ ভারতের সামনে আফগানিস্তান

জয় দিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার রোহিত শর্মার দল ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। গ্রম্নপ পর্বের দুর্দান্ত পারফরম্যান্স সুপার এইটে অব্যাহত রাখতে মরিয়া এই দল দুটি। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে সুপার এইটে গ্রম্নপ-১ এর ভারত-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আর আজ সকাল সাড়ে ৬টায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজকের এই দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

গ্রম্নপ পর্বে চার ম্যাচের সবগুলোতেই জিতেছে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১৯ রানের পুঁজি নিয়েও ৬ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ জয়ের পর নিজেদের তৃতীয় খেলায় যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে ভারত। কানাডার বিপক্ষে ভারতের গ্রম্নপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এতে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

1

গ্রম্নপ পর্বে ব্যাট-বল হাতে পারফরম্যান্স করেছে ভারত। বিশেষভাবে বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯৬ রানে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। পরের ম্যাচে পাকিস্তানকে ১২০ রানের টার্গেট ছুড়ে দিয়ে,

বাবর-রিজওয়ানদের ১১৩ রানে আটকে দেয় জসপ্রিত বুমরাহ-হার্ডিক পান্ডিয়ারা। বোলাররা ভালো করলেও ব্যাটিংয়ে ভারতের একমাত্র চিন্তার কারণ বিরাট কোহলির ফর্ম। তিন ইনিংসে কোহলির রান যথাক্রমে- ১,৪ ও ০। তবে দলের সেরা ব্যাটারের এমন ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন ভারত অধিনায়ক রোহিত শর্মা, 'কোহলির ফর্ম নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সে দলের সেরা ব্যাটার। দ্রম্নতই রানে ফিরবে সে। অতীতে নিজেকে প্রমাণ করেছে এবং দলের জন্য বড় অবদান রেখেছে কোহলি।'

গ্রম্নপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের রহস্যময় উইকেটে খেলেছে ভারত। এবার সুপার এইটের ম্যাচগুলো খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চারদিন আগে যুক্তরাষ্ট্র থেকে বার্বাডোজে পৌঁছায় ভারতীয় দল। সেখানকার উইকেট এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে তারা।

সুপার এইট মিশন শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত বলেন, 'আমরা নিজেদের শক্তি এবং দক্ষতার জায়গাগুলোয় গুরুত্ব দিচ্ছি। দল হিসেবে আমরা যা চাই, সেটা মাঠে নিশ্চিত করতে চাই। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। দলের সবাই জানে, কার কি করা উচিত ও কাকে কি করতে হবে। দলের সবাই সামনের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকেই বিশেষ কিছু করতে চায়। সবাই গুরুত্ব দিয়ে অনুশীলন করছে। দক্ষতার জায়গাগুলো আরও মজবুত করার চেষ্টা করছি আমরা।'

অপরদিকে, গ্রম্নপ পর্বে দারুণ ছন্দে ছিল আফগানিস্তানও। উগান্ডা, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে সহজেই সুপার এইট নিশ্চিত করেছিল আফগানরা। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেগ্রম্নপ রানার্সআপ হয় আফগানরা। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছে আফগানিস্তানের ওপেনিং জুটি। উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে শতরানের জুটি গড়েন দুই ওপেনার রহমানুলস্নাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এখন পর্যন্ত ৪ ইনিংসে গুরবাজ ১৬৭ ও জাদরান ১৫২ রান করেছেন। চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও গুরবাজ।

বোলিংয়েও সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। ৪ ইনিংসে ৮০ রানে ১২ উইকেট নিয়েছেন তিনি। উগান্ডার বিপক্ষে ৯ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন ফারুকি। গ্রম্নপ পর্বের পারফরম্যান্স সুপার এইটেও ধরে রাখতে চায় আফগানিস্তান। দলের অধিনায়ক রশিদ খান বলেন, 'গ্রম্নপ পর্বে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করি সতীর্থরা নিজেদের সেরাটা ধরে রাখবে এবং সুপার এইটেও ভালো খেলবে। সুপার এইটে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। সব ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব। ভারতের বিপক্ষে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা দল তারা। এজন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে চাই।'

এখন পর্যন্ত টি২০তে আটবার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। এর মধ্যে ভারত জয় ৭বার। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। পরিত্যক্ত হওয়া ম্যাচটি ছিল এশিয়ান গেমসে। বিশ্বকাপের মঞ্চে তিনবার দেখা হয়েছে, তিনবার হেরেছে আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে