কুড়িগ্রামে আষাঢ়ের আগে জ্যৈষ্ঠ মাসে শুরু হওয়া অবিরাম বর্ষণ ধারা বয়ে যাচ্ছে। এখানে ১৫০ দশমিক ৩ মিলিমিটারের বৃষ্টিপাত এলাকায় রেকর্ড সৃষ্টি করেছে।
আষাঢ় মাস আসার আগে ভুট্টা ও বোরো ধান উৎপাদন মৌসুমে কুড়িগ্রাম জনপদে অবিরাম বৃষ্টিপাত এখানকার কৃষককে বিপাকে ফেলেছে।
ধান ও ভুট্টা মাড়াই ও তা রোদে শুকাতে না পারায় এখানকার হাজার হাজার কৃষক মাথা হাত দিয়েছে।
সময় মতো ধান ও ভুট্টা রোদে শুকাতে না পারলে ধান-ভুট্টা থেকে শিকর বের হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
স্থানীয় কৃষক খরেজ্জামাল জানান, জ্যৈষ্ঠ মাসটি ধান ও ভুট্টা মাড়াই করার প্রকৃত সময়।
এই সময়ে কৃষকের উৎপাদিত ধান ও ভুট্টা মাড়াই করার পর তা রোদে শুকিয়ে বিক্রির উপযোগী করা হয়।
কিন্তু এবার জ্যৈষ্ঠ মাস থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কৃষকরা ধান, ভুট্টা দানা ও খড় নিয়ে বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম রাজারহাটের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে মৌসুমী বৃষ্টিপাত বয়ে যাচ্ছে।
এখানে গত ১৩ মে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা মৌসুমের সেরা বৃষ্টিপাত।
সোমবার ২৪ ঘন্টায় কুড়িগ্রাম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ দশমিক মিলিমিটার।