সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও চসিক মেয়রের বাসায় হামলা

যাযাদি ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও চসিক মেয়রের বাসায় হামলা

চট্টগ্রাম নগরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাস ভবনে হামলা হয়েছে। এ সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসার ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

এছাড়া শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনেও হামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বহদ্দারহাটের বহদ্দার বাড়ির মেয়র রেজাউল কমির চৌধুরীরর বাসভনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মেয়র নিরাপদের রয়েছেন।

শিক্ষামন্ত্রীর চশমা হিলের এই বাসভবনটি মূলত চট্টগ্রামের সাবেক মেয়র এমবিএম মহিউদ্দীন চৌধুরীর। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার পুত্র।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এই হামলা হয় বলে অভিযোগ। তবে অভিযোগ

\হঅস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের কার্যালয়েও হামলা হয়। এ সময় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

শিক্ষামন্ত্রীর বাসায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসন্বয়ক খান তালাত মাহমুদ। তিনি বলেন, 'আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়েছে। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় নেবে না।'

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বিকালে নগরের নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়। এরপর মিছিলটি নগরের টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট প্রদক্ষিণ করেছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি পক্ষ মেয়র গলিতে ঢুকে পড়ে। শ-খানেক লোক মেয়র গলির চশমা হিলে মন্ত্রীর বাসায় হামলা করে। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ সন্ধ্যায় বলেন, সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে