শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে: ড. মির্যা গালিব

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৬:৫৮
দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে: ড. মির্যা গালিব
ছবি : যায়যায়দিন

দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব ড. মির্যা গালিব।

শুক্রবার (৪ জুলাই) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভেদরগঞ্জ যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের শহর থেকে নিয়ে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সব জায়গায় সাধারণ নাগরিকদের মধ্যে বিভাজন ছড়িয়ে দেয়া হয়েছে। দল-মত-ধর্ম—এসব নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরির এখন সময় নয়। সব কিছুর উর্ধ্বে উঠে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে যুব সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে।

ড.মির্যা গালিব আরও বলেন, একটি দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু বছরের দরকার হয় না। একটি প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য দরকার যুবকদের অংশগ্রহণ এবং সঠিক নেতৃত্ব। এর প্রমাণ আমরা পাই চব্বিশের গণভ্যুত্থানে। মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো একটি শক্তিশালী সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। আজকের এই তরুণ প্রজন্মকে দিয়ে সব কিছু সম্ভব। তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ আজহারুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন,ডীন,ব্যবসায় ও অর্থনীতি অনুষদ, সিটি ইউনিভার্সিটি প্রফেসর ড. জুলফিকার হাসান, যুব ফোরাম শরীয়তপুর জেলা সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে