রাঙ্গুনিয়া উপজেলার পোমরা মালিরহাট থেকে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো: আহমদুল হক প্রকাশ আহমেদ সওদাগর (৫৫)। তিনি উত্তর পোমরা শাম তালুকদারপাড়া এলাকার আব্দুল ছমদের ছেলে।
বিগত আওয়ামী সরকারের আমলে জবর দখল সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আহমদুল হক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।
তিনি জানান, গ্রেফতার আহমেদ সওদাগরের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নং ১০, তারিখ ১৫/০৯/২০২৪, ধারা ১৪৩/৪৪৮/৩৪১/৩৮৫/৪৩৫/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড এর পরোয়ানা রয়েছে। এছাড়া সিএমপি বাকলিয়া থানায় ১টি সিআর মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।