সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫৪

যাযাদি ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫৪

ডেঙ্গুতে গত একদিনে কারও মৃতু্য না হলেও নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট পাঁচ হাজার ৯৪৯ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ছয় হাজার ৭৫১ জন। এর মধ্যে ৬১.০ শতাংশ পুরুষ এবং ৩৯.০ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃতু্য হয়নি, চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট মৃতু্যবরণ করেছেন ৫৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে