শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবিতে যোগ দিলেন প্রফেসর ড. সাইফুল ইসলাম

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ঢাবিতে যোগ দিলেন প্রফেসর ড. সাইফুল ইসলাম
ঢাবিতে যোগ দিলেন প্রফেসর ড. সাইফুল ইসলাম

আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগ দিয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার তিনি রেজিস্টারের মাধ্যমে বিভাগে যোগ দেন।

এর আগে ২০১৫ সালের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সাইফুল ইসলামকে রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বী হওয়ায় চাকরিচু্যত করা হয়! তৎকালীন আওয়ামী ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রফেসর ড . সাইফুল ইসলাম। রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সাইফুল ইসলামের পক্ষে রায় দেন আদালত। ওই রায়ের প্রেক্ষিতে তিনি বিভাগে যোগদান করতে গেলে তৎকালীন আওয়ামী প্রশাসন তাকে বাধা দেয়। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট তিনি যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। সেটি বৃহস্পতিবার গ্রহণ করা হয় এবং তিনি যোগদান করেন। ম সংবাদ বিজ্ঞপ্তি।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে