শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সাংবাদিক মনিরুজ্জামান সরকার পিন্টু আর নেই

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
সাংবাদিক মনিরুজ্জামান সরকার পিন্টু আর নেই

দেশ রূপান্তর ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাবেক সিনিয়র সম্পাদনা সহকারী মো. মনিরুজ্জামান সরকার পিন্টু সোমবার বিকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন।

সোমবার রাতে ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে চাঁদপুরের মতলব উত্তরের ছোট লক্ষ্ণীপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মনিরুজ্জামান সরকার পিন্টু স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি দৈনিক ভোরের কাগজ, দৈনিক জনকণ্ঠ ও সকালের খবরে কাজ করেছেন। সর্বশেষ প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সিনিয়র সম্পাদনা সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে