শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মোরশেদুল ইসলাম ফারুকী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মোরশেদুল ইসলাম ফারুকী
মোরশেদুল ইসলাম ফারুকী

বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী (৫৫) মঙ্গলবার ভোরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকালে উত্তর শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম, ওসি সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, জেলা সেক্রেটারি ও বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সহকারী সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান, মো. যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল ও পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ তাহের প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে