শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারে দিলিস্নজুড়ে অভিযান

যাযাদি ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারে দিলিস্নজুড়ে অভিযান

বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে ভারতের রাজধানী নয়াদিলিস্নতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার নয়াদিলিস্ন পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্যে দিয়ে বিশেষ এ অভিযান শুরু করে।

পুলিশ জানিয়েছে, তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া তাদের সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছেন।

অভিযান প্রসঙ্গে দিলিস্ন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, সংশ্লিষ্টদের মধ্যে যাদের সঠিক নথি নেই তাদের থানায় তলব করা হয়েছে। যদি তাদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হন তাহলে নির্বাসিত করা হবে। অনুপ্রবেশকারী থাকতে পারে এমন সন্দেহভাজন এলাকাতেই অভিযান চালানো হচ্ছে। এমনকি যাদের নথি রয়েছে সেক্ষেত্রেও দেখা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি অসম বা বাংলাদেশ সীমান্তবর্তী কোনো এলাকার কি-না।

তিনি আরও জানান, এটা রুটিন কাজের মধ্যেই পড়ে। নাইজেরিয়ার হোক বা বাংলাদেশের নাগরিক, অনুপ্রবেশকারী চিহ্নিত হলে তাকে নির্বাসিত করার নজির রয়েছে অতীতেও।

এর আগে মঙ্গলবার দিলিস্নর লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরদিন দিলিস্ন পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। যা আগামী দুই মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলজি সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিলিস্নর মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে। এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে 'কঠোর পদক্ষেপ' নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি দিলিস্নর মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে দিলিস্নতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান।

এর আগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান চালাতে সরব হয়েছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে