রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ইমানুয়েল মাখোঁ

যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ইমানুয়েল মাখোঁ

ফ্রান্সে কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা অবসানের চেষ্টায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের ক্ষমতাচু্যতি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছিল। এখন নতুন প্রধানমন্ত্রী বায়রু যাতে দীর্ঘদিন ক্ষমতায় টেকেন সেটি নিশ্চিত করাই মাখোঁর প্রধান কাজ। মিশেল বার্নিয়ে মাত্র তিনমাস প্রধানমন্ত্রী পদে টিকে ছিলেন। এমপিরা তাকে ৯দিন আগে উৎখাত করেছে।

প্রেসিডেন্ট মাখোঁ তার প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময় পার করছেন। তার নিয়োগ করা ফ্রাঁসোয়া বায়রু হবেন এবছরের চতুর্থ প্রধানমন্ত্রী।

বিবিসি জানায়, মাখোঁর মিত্র বায়রু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেয়র এবং মোডেম পার্টির নেতা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার আগে দুইজনের মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়েছে। এলিসি প্রাসাদের মাখোঁর সঙ্গে আলোচনা হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

মাখোঁ বৃহস্পতিবারই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু পরে তিনি তা পিছিয়ে শুক্রবার নাম ঘোষণা করলেন।

ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে ৫৩ শতাংশ মানুষ সকারের পতন চাওয়ার সময়টিতেই সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন তার বাজেট বিল।

এর মধ্য দিয়ে বার্নিয়ে তার সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ক্ষমতা হারান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে