টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বিকম (৮০) শুক্রবার ভোরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না-লিলস্নাহি ্ত্তরাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা টঙ্গীর মেইল গেইট তার কর্মস্থল নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ জামে মসজিদ প্রথম ও বাদ মাগরিব তার নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গাজীপুর-২ আসনের সাবেক এমপি মোঃ জাহিদ আহসান রাসেল। সাবেক এমপি মো. হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান, কেন্দ্রীয় শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর মো. আবুল হাসেম, সাবেক কাউন্সিলর মোঃ সেলিম হোসেন প্রমুখ।