রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বায়ুদূষণে বাড়ছে শিশুর রোগবালাই

যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বায়ুদূষণে বাড়ছে শিশুর রোগবালাই

দেশে গত কয়েকদিন ধরে বিপজ্জনক মাত্রার বায়ুদূষণের খবর মিলছে; বাড়ছে শীতের তীব্রতাও, যার প্রভাবে শিশুদের সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। প্রতিদিনই এসব রোগ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা বাড়ছে। ব্যক্তিগত চেম্বারেও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বায়ুদূষণে ঢাকার বাতাস বৃহস্পতিবার রাতেও খুবই অস্বাস্থ্যকর ছিল। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান একিউআইয়ের তথ্য অনুযায়ী এ সময় ঢাকার বাতাসের মান ছিল ২২০।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সহিদুলস্না বলেন, 'কাশি আবার দুই রকম হচ্ছে, শুকনো কাশি এবং ভেজা কাশি। সর্দি, কাশি, জ্বর কখনো বমি, পাতলা পায়খানা আক্রান্ত হয়ে শিশুরা আসছে। ডেঙ্গুর প্রভাবটা এখনও যায়নি, ডেঙ্গুতেও শিশুরা আক্রান্ত হচ্ছে।' রোগ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন থাকার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখন দিনের তাপমাত্রা সবসময় এক রকম না। সে অনুযায়ী কাপড় পুরানো, ধুলায় সমস্যা হয় এমন বাচ্চাদের বাইরে কম নিয়ে যাওয়া এবং মাস্কপরা নিশ্চিত করতে হবে।

ডা. মোহাম্মদ সহিদুলস্না বলেন, 'মাস্ক পরা এনসিউর করতে পারলে ধূলিজনিত সর্দি, কাশি দূর করা সম্ভব। যেসব বাচ্চাদের অল্পতেই সর্দি-কাশি জ্বর হয়, তাদের বেশি ভিড় হয় এমন জায়গায় নেওয়া যাবে না। খালি পায়ে হাঁটা যাবে না, গরম পানি দিয়ে গোসল করানো, এক বছরের বেশি বয়সের বাচ্চাদের আদা চা, লেবু চা, গরম পানিতে মধু, তুলসিপাতা মিশিয়ে খাওয়ানো যেতে পারে। প্রাথমিকভাবে প্রাকৃতিক পদ্ধতিগুলো ব্যবহার করলে চিকিৎসক পর্যন্ত যাওয়া লাগে না।'

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ৯ মাস বয়সি শিশু অয়ন সরকারকে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এসেছেন তার বাবা-মা।

অয়নের বাবা মিঠুন সরকার বলেন, 'তার কয়েকদিন ধরেই ঠান্ডা, গ্যাস দিলে কমে যায়। কিন্তু শীত বাড়লে ঠান্ডা আবার বাড়ছে। গলায় ঘড়ঘড় করে, কাশে। এজন্য নিয়া আসছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে