বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
উপদেষ্টা পরিষদের বৈঠক

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

যাযাদি রিপোর্ট
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদনসহ বেশ কয়েকটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অনুমোদিত অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে- জুলাই গণ-অভু্যত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পদোন্নতিবঞ্চিতদের বঞ্চনা নিরসনে কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

1

এদিকে মন্ত্রিপরিষদ বিভগের বিজ্ঞপ্তিতে জানা যায়, ওই বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪'-এর চূড়ান্ত খসড়া উপস্থাপন করে। উপদেষ্টা পরিষদ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকের আলোচনা অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটে এ খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে। এছাড়া গণভবনে জুলাই গণ-অভু্যত্থান স্মৃতি জাদুঘর' প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব বাস্তবায়ন করবে।

এর বাইরে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ সাপেক্ষে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত রেখে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

প্রিধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেন, জাকির আহম্মেদ খান কমিটি তাদের পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য সুপারিশমালা দিয়েছিলেন। সেটির আলোকে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটা রিভিউ কমিটি হয়েছিল। ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়া যায়, সে বিষয়ে সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড ওয়ানে, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজনকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে। এটার জন্য প্রাক্কলিত খরচ হিসাবে এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর জনপ্রশাসনে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।

বিগত সরকারের আমলে ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত সময়ে সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চিত এবং এসময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে