বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মমতাজের ফাঁসির দাবিতে সিংগাইরে মিছিল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৯:৪১
মমতাজের ফাঁসির দাবিতে সিংগাইরে মিছিল
ছবি : যায়যায়দিন

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে তার নিজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

বুধবার (১৪ মে) বিকেলে সিংগাইর পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

1

মিছিলটি সিংগাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় সড়কের পূবালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে বক্তব্যদেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাগর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান শাকিল। তারা মমতাজ বেগমের ফাঁসির দাবি জানান। পরে মিষ্টি বিতরণ করা হয়। এসময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে