বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
শোক সংবাদ

মো. শাহ আলম চৌধুরী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মো. শাহ আলম চৌধুরী
মো. শাহ আলম চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা, দৈনিক যায়যায়দিনের কসবা উপজেলা প্রতিনিধি ও কসবা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার ভোর ৬টায় নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেছেন। বুধবার কসবা উপজেলা প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাযা ও বাদ আছর নিজ গ্রাম শাহপুর দ্বিতীয় নামাজে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

1

তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোলস্না। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে