গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে স্টাটাস দিয়ে মিঠুন নামে এ যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। 'ছেড়ে যাচ্ছি এই দুনিয়া,আর কোন দিন ফিরবো না, যদি কারো সাথে খারাপ করে থাকি তাইলে আমাকে মাফ করে দিয়েন প্লিজ" এমন লিখার কয়েক ঘন্টা পর একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার ১৪ মে সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় নুরুল মিয়ার কাঁঠাল বাগানের একটি গাছে তার লাশ পাওয়া যায়।
নিহত মিঠুন (২০) ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেপিরবাড়ি (ছাতির বাজার) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল মিঠুনের।
প্রায় এক বছর আগে মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ার পর থেকেই মিঠুন মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে নিজের পরিবারের সঙ্গে ঝামেলাও চলছিল তাঁর।
বুধবার ভোরে কাঁঠাল বাগানে গলায় নেটের জাল পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে ৫টার দিকে কাঁঠাল বাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
নিহতের দাদা জইনুদ্দিন বলেন, 'মঙ্গলবার সন্ধ্যায় ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় মিঠুন। রাতে তার সঙ্গে আমার আর কথা হয়নি। আমি দোকান চালাই, বাসায় ফিরতেও দেরি হয়। পরে সকালে শুনি লাশ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দোই “
তিনি আরও বলেন, একটি মেয়েকে সে পছন্দ করত, এমনটা শুনেছি। কিন্তু কোন কারনে সে আত্মহত্যা করেছে, সেটা সঠিকভাবে জানি না।'
নিহতের বাবা রিয়াজ উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে বাড়ি থেকে খেয়ে বের হয়েছিল। ভোররাতে হঠাৎ লোকজনের চিৎকারে ঘুম ভাঙে। পরে জানতে পারি, বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে তার লাশ ঝুলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, "খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণাা, এটি একটি আত্মহত্যা। কিন্তু কি কারনে ঘটনা তা জানা যায়নি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'