টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে মোঃ পারভেজ নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
দন্ডিত ব্যাক্তি দিঘলকান্দি ইউনিয়নে মোঃ মিজানুর রহমানের ছেলে। বুধবার (১৪মে সন্ধ্যা ৭টায় কারাদন্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে মাদক নিয়ন্ত্রন ২০১৮এর ৩৬(৫) ধারায় ১০০টাকা অর্থদন্ড সাথে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান কেউ যদি মাদক সেব এবং বিক্রি করে তাহলে আইন গত শাস্তি দেওয়া। এমন কি এ অভিযান অব্যাহত থাকবে।