মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন-এর মা রাবেয়া বেগম মারা গেছেন (ইন্না লিলস্নাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের চতুর্থ সন্তান মণিরামপুর সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান নিস্তার ফারুক জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি হঠাৎ গ্রামের বাড়ি ফতেয়াবাদ অসুস্থ হয়ে পড়লে যশোর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সোমবার আসরবাদ মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।