ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো বরণ করতে প্রস্তুত ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটল (পার্লামেন্ট ভবন)। আজ এখানেই হবে তার জমকালো শপথ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে পা রাখছেন।
এদিকে, শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। গড়ে তোলা হয়েছে ৩০ মাইল (৪৮ কিলোমিটার) লম্বা কালো রঙের অস্থায়ী বেষ্টনী। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার বাড়তি আইনপ্রয়োগকারী কর্মকর্তা। অভিষেক অনুষ্ঠানে দর্শকশ্রোতাদের নিরাপত্তা তলস্নাশির জন্য বসানো হয়েছে চেকপয়েন্ট। থাকছে সিসিটিভি ক্যামেরাও।
এদিকে, দেশটির আবহাওয়া পূর্ভাবাস জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিন ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ ঠান্ডা পড়তে পারে। এমন আশঙ্কায় অভিষেক অনুষ্ঠান মার্কিন কংগ্রেসের ভেতরে দেয়ালঘেরা হলঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রম্নথ সোশ্যালে শুক্রবার ট্রাম্প নিজেই এ খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঠান্ডার কারণে চার দশকের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের অভিষেক ইনডোরে হতে যাচ্ছে।
শপথ গ্রহণের আগের দিন ট্রাম্প একটি তারকাবহুল 'মেক আমেরিকা গ্রেট ভিক্টরির্ যালি' আয়োজন করবেন। এতে বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক এবং 'ওয়াইএমসিএ' গানটির জন্য বিখ্যাত ব্যান্ড ভিলেজ পিপল পারফর্ম করবে বলে জানা গেছে। বিলিয়নিয়ার ট্রাম্পের এই প্রত্যাবর্তন একটি অসাধারণ যাত্রার সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি দুবারের প্রাণনাশের চেষ্টা ও একটি ঐতিহাসিক ফৌজদারি মামলা পেছনে ফেলে প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেছেন।
নিশ্ছিদ্র নিরাপত্তা: শপথ গ্রহণ অনুষ্ঠানটি ইউএস ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠিত হবে। এটি সেই স্থান, যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিলেন। জানা গেছে, শপথ অনুষ্ঠানের আগে ট্রাম্পের সমর্থকদের সমাবেশ ও বিরোধীদের একাধিক প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে রয়েছে একক হামলার শঙ্কা। এসব কারণেই মূলত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে মার্কিন নিরাপত্তা কর্তৃপক্ষ। তা ছাড়া এবারের নির্বাচনের আগে দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন ট্রাম্প। এমনকি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ হামলা হয়েছে। নিউ অরলিন্সে এক সেনা সদস্যের ট্রাক হামলায় ১৪ জন নিহত হন ও একই দিনে লাস ভেগাসে ট্রাম্প-ব্র্যান্ডেড হোটেলের সামনে এক সেনাসদস্য আত্মঘাতী হামলা চালান।
শপথ অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিপুলসংখ্যক রাজনীতিক, প্রশাসনের শীর্ষ কর্তারা, বিদেশি অতিথিসহ প্রচুর মানুষ। তাই নিরাপত্তার কোনো কমতি থাকবে না সেখানে।
ডয়চে ভেলের খবরে বলা হয়, নিরাপত্তার জন্য ৪৮ কিলোমিটার এলাকায় তৈরি করা হয়েছে সাত ফুট উঁচু বেড়া। নিরাপত্তা কর্তারা বলছেন, এই বেড়া টপকে যাওয়া যাবে না। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকবেন ২৫ হাজার সুরক্ষাকর্মী। প্রায় আট হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। চার হাজার পুলিশ অফিসারকে নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব দেওয়া হবে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট সমন্বিত হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে একক হামলার আশঙ্কা রয়েছে। গত সপ্তাহেও এক ব্যক্তিকে চাপাতি নিয়ে ক্যাপিটলে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমরা খুবই ঝুঁকিপূর্ণ সময়ে বাস করছি।'
চার দশক পর প্রথম ইনডোরে শপথ: ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এই উদযাপনে বাগড়া দিতে পারে একমাত্র আবহাওয়া। একটি প্রাণঘাতী 'পোলার ভর্টেক্স' তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ৪০ বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা আবহাওয়ার শঙ্কা তৈরি করেছে। আবহাওয়া চরম আকার ধারণ করলে অনুষ্ঠানটি ঘরের ভেতরে স্থানান্তরিত হতে পারে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ঠান্ডার কারণে চার দশকের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের অভিষেক ইনডোরে হতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রম্নথ সোশ্যালে শুক্রবার ট্রাম্প বলেছেন, 'দেশজুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি দেখতে চাই না আমার অনুষ্ঠানে যোগ দিতে এসে কেউ ঠান্ডায় কষ্ট পাক বা অসুস্থ হোক। যে কারণে আমি অভিষেকের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা মার্কিন কংগ্রেসের ভেতর গোলাকার হলঘরে করতে নির্দেশ দিয়েছি।'
শেষবার ঠান্ডার কারণে প্রেসিডেন্টের অভিষেক ইনডোরে গিয়েছিল ১৯৮৫ সালে; সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদের ওই শপথ অনুষ্ঠানের সময় বিকেলের কনকনে বাতাসে তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল। সোমবার ট্রাম্পের শপথ নেওয়ার সময় তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, তবে কনকনে বাতাস থাকায় ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে ধারণা দেওয়া হয়েছে।
থাকবেন যেসব বিশিষ্ট ব্যক্তি: শপথ অনুষ্ঠানে প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতি হবে একটি বড় চমক। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটকের সিইও শৌ চিউসহ আরও অনেকে এই অনুষ্ঠানে ভিআইপি আসনে থাকবেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডবিস্নউ বুশ এবং বারাক ওবামা তাদের স্ত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন। তবে মিশেল ওবামা আসবেন না। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটন এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত থাকবেন।
প্রথাগতভাবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো না হলেও ট্রাম্প ইতালি ও হাঙ্গেরির ডানপন্থি নেত্রী জর্জিয়া মেলোনি ও ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও অরবান অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। আর অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চীনের কোনো জ্যেষ্ঠ নেতা সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে শপথ নিতে দেখবেন।
প্রথম দিনেই কিছু বিতর্কিত নির্বাহী আদেশ: ট্রাম্প তার দায়িত্বের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা।
শপথ গ্রহণের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীদের ভিড়: ডোনাল্ড ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিমুখে ঢল নেমেছে অভিবাসীর। মেক্সিকো থেকে শত শত অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্র সীমান্তের উদ্দেশে রওনা হয়েছেন। অপরাধমূলক কর্মকান্ডে জড়িত না থাকলে তাদের ফেরত পাঠানো হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। স্থানীয় সময় গত ১২ জানুয়ারি মেক্সিকোর তাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন বহু অভিবাসী। তাদের দাবি, সংঘবদ্ধ অপরাধ, হুমকি ও চাঁদাবাজি থেকে রেহাই পেতে মার্কিন সীমান্তের দিকে যাচ্ছেন তারা।
একজন অভিবাসনপ্রত্যাশী বলেন, 'আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে টিকিয়ে রেখেছি। এটিকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য বানিয়েছি। তাই চিন্তা করবেন না ডোনাল্ড ট্রাম্প, আমরা পরিশ্রমী মানুষ, দক্ষ শ্রমিক।'
ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প: এদিকে, অভিষেকের প্রাক্কালে নিজের ক্ষমতায় ফেরা উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে নামেন।
তাকে আনতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীর একটি বিমান পাঠান; তাতে চেপে ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারও ওয়াশিংটনে এসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিমানবন্দর থেকে ট্রাম্প যান তার ভার্জিনিয়ার স্টার্লিং গলফ ক্লাবে। সেখানে কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির অনুকরণকারী লিও ডেজ গানে গানে ট্রাম্প ও পরবর্তী ফার্স্ট লেডিকে স্বাগত জানান।##