বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতার মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতার মৃতু্য
মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতার মৃতু্য

মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতার মৃতু্য হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বাড্ডা বাজারে তিনি হামলার শিকার হন। নোমান আহমদ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা হ পৃষ্ঠা ২ কলাম ১

1

সাড়ে সাতটার দিকে নোমান আহমদ বাড্ডা বাজারে ছিলেন। হঠাৎ দুই যুবক এসে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে দ্রম্নত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন নোমানকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে জানা যায়নি।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, নোমান আহমদ সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম রোববার সকালে বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, টাকার লেনদেন নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে। এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ প্রক্রিয়াধীন আছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে