সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
সৌদি আরব ভ্রমণ

মেনিনজাইটিস টিকা নিয়ে বেবিচকের নির্দেশনা

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
মেনিনজাইটিস টিকা নিয়ে বেবিচকের নির্দেশনা

ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে 'বাধ্যতামূলক' করে দেওয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রার অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন।

সোমবার এসব নির্দেশনা বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্ট সংস্থা, সব হজ এজেন্সি, এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট অংশীজনদের চিঠি দিয়ে জানানো হয়েছে। পাশাপাশি নির্দেশনার বিষয়টি সংবাদমাধ্যমেও পাঠানো হয়েছে।

আগামী ১০ ফেব্রম্নয়ারি থেকে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের জন্য সম্প্রতি মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে সৌদি কর্তৃপক্ষ।

বেবিচকের চিঠিতে বলা হয়েছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়, দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন ও বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে সৌদিগামী ওমরাহ যাত্রী ও ভিজিট ভিসায় যাওয়া ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রম্নপ ক্যাপ্টেন কামরুল ইসলামের পাঠানো নির্দেশনার বলা হয়েছে, ১০ ফেব্রম্নয়ারি থেকে কার্যকর হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, 'মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূক্ষ্ণ টিসু্যস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে। এ টিসু্য স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।'

তিনি বলেন, 'এটি হলে ঘাড় শক্ত হয়ে যায়। মানুষ অজ্ঞান হয়ে যায়। তীব্র জ্বর ওঠে। এবং ঠিকমতো চিকিৎসা না করলে মানুষ মারাও যেতে পারে। যেহেতু এটি সংক্রামক রোগ, সে কারণে পৃথিবীর অনেক দেশে, যেখানে অনেক লোক জড়ো হয়, সেখানে মেনিনজাইটিস টিকার ওপর জোর দেওয়া হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে