সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

৪৭তম বিসিএস আবেদনের সময় বাড়ল ২৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত

যাযাদি ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
৪৭তম বিসিএস আবেদনের সময় বাড়ল ২৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত

৪৭তম বিসিএসে পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ জানুয়ারি আবেদন জমার শেষ দিন থাকলেও আগামী ২৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত প্রার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে কমিশন।

মঙ্গলবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, '৩০ জানুয়ারির পরিবর্তে ৪৭তম বিসিএসের আবেদন জমার শেষ সময় ২৭ ফেব্রম্নয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।'

তিনি বলেন, 'আবেদন জমার সময় বাড়ায় এ সময়ের মধ্যে বিসিএসের যোগ্যতা অর্জনের কোনো পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।'

২৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত আবেদনের সময় বাড়ানোর বিষয়টি জানিয়ে পিএসসির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে