ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অপারেটর (ভাইস চ্যান্সেলর দপ্তর) ছায়েদ আহম্মদ মজুমদারের বাবা মাওলানা মোহাম্মদ আলী মজুমদার গত রাতে কুমিলস্না জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে তার নিজ বাসভবনে মারা যান। (ইন্নালিলস্নাহি...রাজিউন) তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৮ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজয়করা গ্রামে তার নামাজে জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামছুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উলস্নাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাদে-জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।