একই স্থানে বিএনপির দুই গ্রম্নপ কর্মসূচির ডাক দেওয়ায় সাতক্ষীরার শ্যামনগর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন।
উপজেলা প্রশাসন জানায়, বুধবার বিকেলে শ্যামনগরের এম এম পস্নাজা সংলগ্ন কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির একাংশ সমাবেশ ডাকে।
অন্যদিকে দলটির আরেক গ্রম্নপ একই সময়ে ওই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শ্যামনগর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।