রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ নিয়ে কথা হয়েছে আমেরিকার সঙ্গে :জয়শঙ্কর

যাযাদি ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ নিয়ে কথা হয়েছে আমেরিকার সঙ্গে :জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। তিনি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে গেছেন।

বাংলাদেশ ছাড়াও আমেরিকার ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জিয়শঙ্কর লিখেছেন, 'আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উলেস্নখ করেছেন জয়শঙ্কর। তিনি লিখেছেন, 'এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে।' ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ্‌।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে