বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গভর্নরের বক্তব্য বর্তমান পরিস্থিতিতে অগ্রহণযোগ্য :সেলিম রায়হান

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
গভর্নরের বক্তব্য বর্তমান পরিস্থিতিতে অগ্রহণযোগ্য :সেলিম রায়হান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে গভর্নরের এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে এই বক্তব্য অগ্রহণযোগ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুক্রবার সেলিম রায়হান লেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, 'ঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে আমার মতে, দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে এই বক্তব্য অগ্রহণযোগ্য। যদিও সুদের হার বাড়ানোর উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, তবে এটি ব্যবসায়ীদের জন্য বেশ কিছু নতুন সমস্যা তৈরি করতে পারে।'

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বৃহস্পতিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যক্তিগত সফরে যান। সেখানে প্রথম আলোর প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্যাংকঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ব্যবসায়ীরা মুনাফা করেই ব্যবসা করছেন। গভর্নরের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেসবুকে নিজের মত তুলে ধরেন অর্থনীতিবিদ সেলিম রায়হান।

সেলিম রায়হান আরও লেখেন, ঋণের সুদহার বৃদ্ধি সরাসরি ব্যবসায়িক খরচ বাড়াচ্ছে। বিশেষত ছোট ও মাঝারি আকারের ব্যবসা উচ্চ সুদহারের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ সুদহার ব্যবসার নগদ প্রবাহের ওপর আরও চাপ সৃষ্টি করবে এবং ব্যবসা পরিচালনার খরচ বাড়াবে। এ ছাড়া সুদের হার ক্রমান্বয়ে বাড়ানোর ফলে ঋণ গ্রহণের প্রবণতা কমে যেতে পারে, যা বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলবে। ব্যবসায়ীরা যদি উচ্চ সুদহার পরিশোধ করতে না পারেন, তবে নতুন প্রকল্প বা সম্প্রসারণের জন্য ঋণ নিতে সংকুচিত হয়ে পড়বেন। এর ফলে অর্থনীতির প্রবৃদ্ধির গতি আরও শ্লথ হবে, যা কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

সেলিম রায়হান তাঁর ফেসবুক পোস্টে আরও লেখেন, সুদের হার বৃদ্ধি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি কার্যকর হচ্ছে না। কারণ, মুদ্রানীতি, রাজস্বনীতি এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে