বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ছুরিকাঘাতে নারী খুন, অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

যাযাদি রিপোর্ট
  ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাজধানীতে ছুরিকাঘাতে নারী খুন, অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

রাজধানীর হাজারীবাগে এক নারীকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যার পর হাজারীবাগের ঝাউচর এলাকায় এই হত্যাকান্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জুলেখা বেগম (৪৫) বাগেরহাট জেলার মোলস্নারহাট উপজেলার আলুয়া গ্রামের নুর উদ্দিন শেখের মেয়ে। হাজারীবাগ ঝাউচর এলাকায় ভাড়া থেকে তিনি বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত পৌনে ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় জুলেখাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়রা নজরুলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে বলে কবির হোসেনের ভাষ্য।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'নজরুল শেখ রিকশা মেরামতের কাজ করেন। আর কবির হোসেন পেশায় নৈশ প্রহরী।'

এই পুলিশ কর্মকর্তার দাবি, 'জুলেখা ও কবির হোসেন বিয়ে করায় নজরুল ক্ষিপ্ত ছিল। তার জেরে প্রকাশ্যে এই হত্যাকান্ড ঘটায়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে