মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ৮জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ৮জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কার্যক্রমে বাধা সৃষ্টি, চাঁদাবাজি এবং ওয়ার্ক অর্ডারের মাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডলসহ ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে।

শনিবার সকালের দিকে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এমন অভিযোগ করেন ভুক্তভোগী। এরআগে বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় ওই লিখিত অভিযোগ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ওমর ফারুক। তিনি ভাংনাহাটি গ্রামের হানিফের ছেলে। তিনি বিধি অনুসারে ওয়ার্ক অর্ডার নিয়ে ওই গ্রামের সওফ ট্যেক্স লিমিটেড নামে গার্মেন্টস কারখানার জুট ব্যবসা করেন।

অভিযুক্তরা হলেন- পৌরসভার ভাংনাহাটি গ্রামের স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে আফাজ উদ্দিন মন্ডল (৪৫), তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি, একই এলাকার মৃত কুদরত আলীর ছেলে আউয়াল মন্ডল ও গফুর মন্ডল, মৃত গিয়াস উদ্দিন প্রধানের ছেলে ইকবাল প্রধান, মৃত মফিজ উদ্দিনের ছেলে সাহিদুল ইসলাম, আব্দুল হামিদের ছেলে সফিকুল ইসলাম, পৌরসভার উজিলাব গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা ও নৈমদ্দিন ফকিরের ছেলে মনির ফকিরসহ অজ্ঞাত ১৪-১৫ জন।

অভিযোগে উলেস্নখ করা হয়, উক্ত অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কারখানার জুট ব্যবসায় চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তারা ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং কারখানার কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছে। এছাড়াও তাদের নামে এ ধরনের নানা অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে