সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আদর্শের অগ্নি পুরুষ

অরুণ বর্মণ
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
আদর্শের অগ্নি পুরুষ

বঙ্গবন্ধু চেতনার নাম

কখনো সে মরে না

বঙ্গবন্ধু মনের সাহস

কখনো সে হারে না।

বঙ্গবন্ধু পরম বন্ধু

বাংলাদেশের মানুষের

শিশু কিশোর বৃদ্ধ যুবার

অগ্নি পুরুষ আদর্শের।

বঙ্গবন্ধু দেশাত্মবোধ

বেঁচে থাকার প্রেরণা

বঙ্গবন্ধু মুক্তির স্স্নেস্নাগান

স্বাধীনতার চেতনা।

বঙ্গবন্ধু আজও বেঁচে

প্রতি বাঙালির অন্তরে,

সহস্রকাল থাকবে বেঁচে

বাংলার প্রতি প্রান্তরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে