সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পঁচিশে মার্চ

মাহবুব-এ-খোদা
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
পঁচিশে মার্চ

পঁচিশে মার্চ গভীর রাতে

পাকবাহিনী অস্ত্র হাতে

দেশ দখলে আসে,

ঘরবাড়ি সব জ্বালিয়ে দিল

তরতাজা প্রাণ কেড়ে নিল

রক্তস্রোতে ভাসে।

কালরাতের সেই বারুদঘ্রাণে

ভয় বেড়ে যায় মায়ের প্রাণে

সন্তানহারা দুখে,

প্রস্তুতি নেয় বীর জনতা

আনল শেষে স্বাধীনতা

ভাসল সবাই সুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে